রবি – বিরাটকে খোলা চিঠি

SATYAM NEWS

কলমে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহ :

ডিয়ার শাস্ত্রী – কোহলি,

আমি এক ভারতীয় ক্রিকেটপ্রেমী। এটা আমার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয়, আমি পেশাদার ক্রীড়া সাংবাদিক। প্রায় ৩০ বছর ভারতীয় ক্রিকেটকে খুব কাছ থেকে দেখছি। প্রচুর সাফল্য – ব্যর্থতা দেখেছি। এমনই এক সন্ধিক্ষণে আজও দাঁড়িয়ে, এই মুখ খোলা চিঠিটা আপনাদের জন্য লিখছি। আরও ২৪ ঘণ্টা আগেও লিখতে পারতাম। কিন্তু দিনের দিনে লিখবো বলে , ম্যাচ ডে-তেই লিখছি।

রবি, আপনি দলের হেড কোচ। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাস বলে, আপনি ধুরন্ধর অধিনায়কও হয়ে উঠতে পারতেন। কিন্তু সুযোগ পাননি। আপনি অবসরের পর ক্রিকেট ধারাভাষ্যকার হয়ে যা যা করেছেন, তাতে সকলে বুঝতে পেরেছেন – আপনার ম্যাচ রিডিং খুব ভালো। এখন আপনি জাতীয় দলের হেড কোচ। সাফল্য পথে আপনি অধিনায়ক পেয়েছিলেন ধোনিকে। এখন পাচ্ছেন কোহলিকে। বলবো, নেতা কোহলির সঙ্গে আপনার মনের মিল অনেক। ভালো। কোহলি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আপনার সময় বিরাট ভালো মন্দের মধ্যে দিয়ে চলছেন।

রবি, আপনি আর বিরাট জুটি এখনও কোনোও আই সি সি টুর্নামেন্ট জেতেননি। আপনার এটাই শেষ সুযোগ। দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। তাই, এই টি টোয়েন্টি বিশ্বকাপই শেষ সুযোগ। নিশ্চয়ই রেকর্ডটি হাতছাড়া করতে চাইবেন না।
কিন্তু পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই বেনজির হার। একটা উইকেটও নিতে পারেনি, ভারতীয় বোলাররা। ১০ উইকেটে হার। এই প্রথমবার, আইসিসি’র ইভেন্টে পাকিস্তান প্রথমবার ভারতকে হারিয়ে দৌড় শুরু করে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে। তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার টুইলভে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে।

এবার সাতদিন পর আজ আপনার দল নামছে, নিউজিল্যান্ডকে হারাতে। আর আপনার দল হারলে, আপনার সাফল্যের গ্রাফ ভেঙে যাবে। মাঠের বাইরে আপনি থিঙ্ক ট্যাঙ্ক এর অঙ্গ। দলে পরিবর্তন আনুন। বলাই হয়, হর্সেস ফর দ্য কোর্সেস। রেস জেতা ছাড়া আর গতি নাই। এই রেস জিততে সেইসব ঘোড়া চাই, যারা আপনার বুক চিতিয়ে হাঁটা এখনও ধরে রাখতে পারবে। আপনি জানেন, তারা করা।
আরেকবার মনে করাই, রোহিত মুম্বইকার। আপনার এলাকার ব্যাটার। থাকছেন। কে এল রাহুলকে নিয়ে নিয়ে পরীক্ষা না করে দলে রাখুন, তিনি কিপিং টাও পারেন। কোহলি তিনে। চারে সূর্য কুমার যাদবকে এই ম্যাচের জন্য না ভাবে ঈশান কিষাণকে ভাবুন। ঈশান বাঁ- হাতি। বড়ো মারতে পারেন। কলজে আছে। এরপর সেই হার্দিক পান্ডিয়াকেই দেখবো হয়তো। পুরো ফিট প্লেয়ার খেলেন। আধা ফিটকে সময় দিন আর একটু সুস্থ হতে। তাঁর জায়গাতে, শার্দুল ঠাকুর খেলুক। জাদেজাকে ছয় নম্বরে ভাবা থাকুক। প্রয়োজনে শার্দুল উঠে আসবেন এক ধাপ।

আপনি নিশ্চয়ই, তিন পেসার দুই স্পিনারের আটকে থাকবেন। নুতন কিছু ভেবে, শার্দুলকে খেললে, ভুবনেশ্বরকে বসিয়ে বাড়তি স্পিনার অভিজ্ঞ অশ্বিনকে খেলানো উচিৎ। দেখুন, যতোই মিস্ট্রি বোলার বলে বরুণ চক্রবর্তীকে খেলতে চান – তিনি এখনও বিগ ম্যাচ প্লেয়ারই নন। মানেন নিশ্চই। সময় লাগবে। আমার আজ আর সময় নেই। তাই অভিজ্ঞ অশ্বিনকে দলে ফেরান। তাতে বোলিং বৈচিত্র বাড়বে অনেক। জাদেজা ( লেফট আর্ম স্পিনার), অশ্বিন( অফ স্পিনার), বরুণ ( লেগ ব্রেক ) — নিউজিল্যান্ডকে চাপে রাখার পক্ষে বেশ মজবুত ভাবনা। ভাবতে চাইলেন কি? বলেছেন কি কোহলিকে? ধোনি দলবদলে খুব বেশি বিশ্বাসী নন। কিন্তু মেন্টর টাকা পয়সা নেন না বলে, তিনি দল গড়তে দায়বদ্ধ নন, এটা ভাবা ঠিক হবে না। আজ দেশের দরকার। সেরা সেনানী নিয়ে নামুক দল।

কোহলি, আপনার রবি ভাইকে লিখেছি যা যা লেখার।
আপনার জন্য কিছু লিখছি। আপনার প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনের নানান বক্তব্য শুনলাম। আপনি বলেছেন, সোশ্যাল মিডিয়াতে শামিকে নিয়ে যে ধরনের ( তাঁর ধর্ম নিয়ে) নিন্দনীয় সমালোচনা হয়েছে, তাতে আপনারা ক্ষুব্ধ। স্বাভাবিক। আমিও আপনার পাশে। আমিও মানতে পারছিনা না। ২০০% শামির পাশে আছেন। ঠিক উত্তরই দিয়েছেন। প্লিজ, ইগো সরিয়ে একবার অভিজ্ঞ অশ্বিনকে নিয়ে ভাবুন। দলের ম্যাচ উইনার তিনিও। নিউজিল্যান্ডের শিবিরে পাল্টা আঘাত হানতে তাঁকে দরকার। এবার কার জায়গাতে তে কে, তা আপনি ভালো বোঝেন।

আমার ক্রিকেট নিয়ে লেখার বা বলার অধিকার আমার দেশের ক্রিকেটপ্রেমী হয়ে আছে। কিন্তু, আপনার ব্যাটিং নিয়ে বিশ্লেষণ করার ধৃষ্টতা আমার নেই। দেখাতেও চাই না। শুধু বলতে চাই, দলটাকে নেতৃত্ব দেবেন বলেই তো আপনি দলনেতা। সকলের নেতা হওয়ার চেষ্টা করুন। জানি, আপনি আর টি টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে নেতৃত্ব দেবেন না। ওয়ান ডে তেও হয়তো আবার আপনি নেতৃত্ব ছেড়ে দেওয়া কথা ভাববেন। টেস্টে আপনি নিজেকে জড়িয়ে রাখতে চাইবেন। ক্যাপ্টেন আর ব্যাটার হয়ে থাকবেন। আপনি রান করতে ভালোবাসেন। আপনার রান করা দেখতেও ভালোবাসি খুব।

কিন্তু ক্রিকেটের চেয়ে নিজেকে প্লিজ বড় ভাববেন না। মহান ক্রিকেটে কোনও তারকা বড় হতেই পারেনা। দেশ আজ আপনাকে সেরা নেতা হয়ে দেখতে চায়। শুধু ব্যাটিং দিয়ে আপনি দেশকে জিতিয়ে দিতে পারেন আজ। কিন্তু দেশকে এগিয়ে দিতে হবে আপনাকে। দেশের নেতা তো দশের নেতা ( ১০+১)। আজ এটা মেনে সেরা দল নিয়ে মাঠে নেমে ম্যাচটি জিতুন।

শুভেচ্ছা রইলো।
জয় হিন্দ। বন্দেমাতরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *