১০৮ পুরসভার ভোট, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের ২৭ ফেব্রুয়ারিই হচ্ছে পুরভোট

SATYAM NEWS

রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি। পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮ পুরসভার নির্বাচন। ৯ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন জমার নির্দেশ। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কমিশন।

এক নজরে বিজ্ঞপ্তি

♦ ১০৮টি পুরসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হল।

♦ আজ থেকেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে।

♦ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি।

♦ স্ক্রুটিনি ১০ ফেব্রুয়ারি।

♦ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ তারিখ ফেব্রুয়ারি।

♦ তবে এখনও পর্যন্ত গণনার দিন জানায়নি কমিশন।

♦ আজ, বৃহস্পতিবার থেকেই লাগু হয়ে যাবে আদর্শ আচরণবিধি।

♦ কোভিড পরিস্থিতি মানতে হবে। এখনও পর্যন্ত প্রচারের সময় একই রাখা রয়েছে।

♦ বৃহস্পতিবার ডিএম, এসপি-দের সঙ্গে বৈঠক। ওই বৈঠকের পর প্রচারের সময় বাড়ানো হতে পারে। উল্লেখ্য, এই বৈঠকে গণনার দিন নিয়েও আলোচনা হবে।

♦ ১ জানুয়ারি ২০২২ এর ভোটার তালিকা মেনে ভোট হবে।

♦ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক হবে। তার পরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত।

♦ খোলা জায়গায় মিটিংয়ে ২৫০ জনের পরিবর্তে ৫০০ জন করা হচ্ছে। অডিটোরিয়ামে ২০০ লোক।

কয়েকটি ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে এবারের নির্বাচনে। আগে পাবলিক মিটিংয়ের ক্ষেত্রে ২০০ জনকে অনুমতি দেওয়া হত। সেটি এবার ৫০০ করা হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের সভা করার ক্ষেত্রে ৫০০ লোকের অনুমতি দেওয়া হয়েছে। সাইলেন্ট পিরিয়ড ৭২ ঘণ্টা কমিয়ে ৪৮ ঘণ্টা করে দেওয়ার আবেদন জানিয়েছিল শাসক থেকে বিরোধী সব পক্ষই। ৪৮ ঘণ্টা আগেই তাঁরা প্রচার বন্ধ করে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু কমিশন এখনও পর্যন্ত ৭২ ঘণ্টাই সাইলেন্ট পিরিয়ড রেখেছে। কলকাতা পুরভোটের ক্ষেত্রেও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এক্ষেত্রেও সেটা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *