বেহালায় ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জমি বেদখল হয়ে যাচ্ছে জমি মাফিয়াদের হাতে

SATYAM NEWS

সত্যম নিউজ , নিউস ডেস্ক : দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে বেহালা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ব্যবসা বাণিজ্য করে দিনযাপন করেন বহু ব্যাবসায়ী। বেহালার ২৩৮ রায় বাহাদুর রোড , কলকাতা ৭০০০৫৩ তে দিনের আলোতেই চলছে জল জমি ভরাট ও জমি দখল করে প্রজেক্ট বানানোর প্রস্তুতি। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে দিন রাত বড় বড় ডাম্পার , লরি বোঝাই করে আনা হচ্ছে রাবিশ আর ভরাট করে চলছে জল জমি। বহু বছর ধরে সেলামি দিয়ে ভাড়ার এগ্রিমেন্ট করে যারা আইনত ভাবে ব্যবসা করছে তাদের কে উঠে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ব্যাবসায়ীদের সাথে জমি মাফিয়ারা কোনো সমঝোতায় যেতে চান না এবং শুধুই রাজনৈতিক ও বাহু বলে উচ্ছেদের রাস্তা নিয়েছেন তারা এমনটাই শোনা যাচ্ছে। দুশ্চিন্তায় ভুগছেন এখানকার বাবসাদাররা , পরিবার নিয়ে কি ভাবে বেঁচে থাকার লড়াই চালাবেন তা এখন অনিশ্চিত। রাজ্যের প্রশাসন , পুলিশ , নেতা , মন্ত্রীরা সবাই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আর চোখে এঁটেছেন কালো চশমা তাই তাদের চোখে কিছুই ধরা পড়ছে না। ব্যাবসায়ীরা এখনো প্রশাসন , পুলিশ বা আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা তা এখনো পরিষ্কার নয় তবে রাতের ঘুম উড়ে গেছে প্রায় ৩০-৪০ জন ব্যাবসায়ী ও তাদের পরিবারের সেটা নিশ্চিত । কিন্তু “ভয় নয় আপোষ নয় , শুধুই সত্য খবর পরিবেশনার প্রত্যয়” এই অঙ্গীকার নিয়ে যে চ্যানেল আপনাদের ভালোবাসায় দীর্ঘ ৩ বছর ধরে সত্য উদ্ঘাটনের লড়াই করে চলেছে সেই চ্যানেল সত্যম নিউজের ক্যামেরায় ধরা পড়লো জমি মাফিয়াদের জমি দখল ও জলা জমি ভরাটের চিত্র।

১৩ই ডিসেম্বর ২০২৩ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে জমি কেলেঙ্কারিতে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এ ধরনের সব মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সেই দিন ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন: “কিছু বিএলআরও দুষ্কৃতীদের সাথে মিলে জমি সংক্রান্ত জাল চুক্তিতে লিপ্ত হচ্ছে। আমি ভূমি সংস্কার দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি বিষয়টি তদন্ত করতে এবং কোনো কর্মকর্তা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নিতে। কাউকে রেহাই দেওয়া হবে না।” কিন্তু বক্তব্য ও কাজের মধ্যে ফারাক এখনো চোখে পড়ছে আর বেহালার এই ঘটনা তার জলজ্যান্ত প্রমান

মেন স্ট্রিম মিডিয়া তে এইসব খবর দেখানো হবে না। চোখে ঠুলি পরে নৈতিকতার বুলি আওড়াবে বড় ছোট মিডিয়া হাউস কারণ তাদের সরকার পক্ষ ও বিপক্ষের থেকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন পাওয়ার আছে। রাজ্য সরকারের আই এন সি এ দপ্তর ও কেন্দ্রীয় সরকারের ডি এ ভি পীর মোটা টাকার বিজ্ঞাপনের প্রলোভনে সাধারণ মানুষের অনেক খবরই চাপা পরে যায়। সত্যম নিউজের হারানোর কিছুই নেই তাই খবর টা আমরা নিরপেক্ষ ভাবেই করে চলেছি , সমস্ত ভ্রুকুটির তোয়াক্কা না করে আমরা আছি মানুষের পাশে।

রাজ্য হোক বা কেন্দ্র যেখানেই দেখবো দুর্নীতি ঠিক সেখান থেকেই শুরু হবে আমাদের অন্তর্তদন্ত….

 

One thought on “বেহালায় ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জমি বেদখল হয়ে যাচ্ছে জমি মাফিয়াদের হাতে

  • July 3, 2024 at 10:05 am
    Permalink

    KICHU GURUTTOPURNO MARATTOK VOYONKOR SHOROJONTRO MULOK KHABOR ACHE AMAR KACHE, JODI JANTE CHAN TAHOLE AMAKE WHATSAPP KORBEN. 8371072100
    🙏❤👍🇮🇳 #RASTRABAD

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *