১০ জনের মোহনবাগান দলের কাছে ডুরান্ডে হার লাল হলুদ বাহিনীর

SATYAM NEWS

ঐতিহ্যের ডুরান্ড কাপের ১৩২তম সংস্করণ শেষ হল। ডুরান্ড কাপের ফাইনালে আজ মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ডের ফাইনালে আরও একটা বড় ম্যাচ। স্বাভাবিক ভাবেই আকর্ষণ, উত্তেজনা ছিল আরও বেশি। আবেগের বড় ম্যাচে সাম্প্রতিক পারফরম্যান্সে অনেক পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। এ মরসুমের আগে আটটি বড় ম্যাচই জিতেছিল মোহনবাগান। আন্ডারডগ তকমাই যেন অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গলের। মরসুমের প্রথম বড় ম্যাচ জিতলেও ফাইনালে স্নায়ুর চাপে ব্যর্থ ইস্টবেঙ্গল। দশ জনের মোহনবাগানও হারিয়ে দিল লাল-হলুদকে। একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।

ইস্টবেঙ্গল স্কোয়াড – প্রভসুখান গিল (গোলরক্ষক) – হরমনজোত খাবরা, জর্ডান এলসি, লালচুংনুঙ্গা, মন্দার রাও দেশাই , বোর্জা হেরেরা, মোবাশির রহমান ,নন্দকুমার সেকার, শৌল ক্রেসপো, নওরেম মহেশ সিং , জাভিয়ের সিভেরিও

মোহনবাগান সুপার জায়ান্ট – বিশাল কাইথ (গোলরক্ষক) আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, শুভাশীষ বোস, আশিস রাই – অনিরুধ থাপা, সাহল আবদুল সামাদ, হুডো বউমাস, আশিক কুরিনিয়ান, দিমিত্রি পেট্রাটোস, আরমান্দো সাদিকু

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *