আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ভারতীয় বিজয় পতাকা উড়লো বসিরহাটের ক্যারাটে প্রতিযোগিদের হাতে
আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ভারতীয় বিজয় পতাকা উড়লো বসিরহাটের ক্যারাটে প্রতিযোগিদের হাতে। গত 27 আগস্ট হাওড়া ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় International Open Karate Championship 2023 এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগি সহ অংশ নিয়েছিল ভিনদেশি প্রতিযোগিরা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারত সহ বাংলাদেশ, ইরান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ।
কোচ আকাশ মন্ডলের নেতৃত্বে বসিরহাটের ১১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে নিজেদের জেলা রাজ্য সহ দেশের নাম উজ্জ্বল করে তারা। ১১ জন প্রতিযোগী ‘কাতা’ ও ‘কুমিতে’ দুটি বিভাগে অংশগ্রহণ করে জিতে নিলো ২০ টি পুরস্কার।