শ্রীলংকান ব্যাটিং বিপর্যয় ! ভারতের দখলে এশিয়া কাপ

SATYAM NEWS

নজিরবিহীন! এশিয়া কাপ ফাইনালে পঞ্চাশেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে ইনিংসের শুরুতেই ধসে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রথম দিকের ব্যাটসম্যানরা। একটা সময় ১২ রানে ৫ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। এক ওভারে ৪ উইকেট নেন সিরাজ। মাত্র ১৫.২ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০ রান।

সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হলেও লিগ টেবিলের এক নম্বরে থেকে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। পাথুম নিশঙ্কাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কুশল পেরেরা।

প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। ওভারের তিন নম্বর বলে জসপ্রীতের বলে আউট হন কুশল পেরেরা। ব্যাট করতে নামেন কুশল মেন্ডিস। এরপর থেকেই ধ্বস নামতে শুরু করে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে। ৩.১ ওভারে সিরাজের বলে আউট হন পাথুম নিশঙ্কা। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা দলগত ৮ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন সাদিরা সমরাবিক্রমে। একই ওভারে দ্বিতীয় শিকার মহম্মদ সিরাজের। ৩.৩ ওভারে সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত শূন্য রানে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা সাদিরা সমরাবিক্রমে। শ্রীলঙ্কা ৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চরিথ আসালঙ্কা। একই ওভারে ৩টি উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ৩.৪ ওভারে সিরাজের বলে ইশান কিষানের হাতে ধরা পড়েন চরিথ আসালঙ্কা। অবিশ্বাস্য বোলিং মহম্মদ সিরাজের। নিজের দ্বিতীয় তথা ম্যাচের চতুর্থ ওভারে ৪টি উইকেট তুলে নেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। ৩.৬ ওভারে সিরাজের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন ধনঞ্জয়া ডি’সিলভা।

৫.৪ ওভারে সিরাজের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত শূন্যরানে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। শ্রীলঙ্কা দলগত ১২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দুনিথ ওয়েলালাগে। ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১৩ রান। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ৩১ রান। ১১.২ ওভারে মহম্মদ সিরাজের বলে ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা দলগত ৩৩ রানের মাথায় ৭ উইকেট হারায়। ১২.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন দুনিথ ওয়েলালাগে। ২১ বল খেরে ৮ রান করেন দুনিথ। শ্রীলঙ্কা দলগত ৪০ রানে ৮ উইকেট হারায়।

পরপর ২ বলে ২টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১৫.২ ওভারে হার্দিকের বলে ইশান কিষানের হাতে ধরা পড়েন মাথিসা পথিরানা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন পথিরানা। শ্রীলঙ্কা দলগত ৫০ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৫১ রান। দুশান হেমন্ত ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। সিরাজ ৬ ওভারে ১৩ রান খরচ করে ৬টি উইকেট নিয়েছেন। এটি তাঁর ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। হার্দিক ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

ভারত মাত্র ৬ ওভারেই রান তুলে এশিয়া কাপের বিজয়ী হয়ে যায়। ওপেনার জুটি শুভমান গিল ১৯ বলে ২৭ রান করে ও ঈশান কিষান ১৮ বলে ২৩ রান করে। ভারত ৬ ওভারেই ম্যাচ টি জিতে যাওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শ্রীলংকান ব্যাটিং নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *