চিন্তাধারা বদলে ঘরে থাকুন সুস্থ থাকুন (ভাবুন)
সৌভিক সাহা : – ভাবুন একবার যে যদি আপনি ১৯০০ সালে জন্মাতেন তাহলে ধারাবাহিক ভাবে কি কি আপনাকে দেখতে হতো।
আপনার টিনএইজ এর শুরু তেই ১৪ বছর বয়েসে আপনাকে প্রথম বিশযুদ্ধর ভয়াবয়তা দেখতে হত।এক দিকে জার্মানি , অস্ট্রিয়া -হাঙ্গেরি , বুলগেরিয়া আর অটোমান এম্পায়ার ( সেন্ট্রাল পোয়ার্স ) অপরদিকে গ্রেট ব্রিটেন , ফ্রান্স , রাশিয়া , ইতালি , রোমানিয়া , জাপান আর ইউনাইটেড স্টেটস ( এলিয়েড পোয়ার্স ) ভাবুন একবার সেই সময় (দুঃস্বপ্ন) আপনি বাঁচার জন্য রোজ ঈশ্বর কে ডাকতেন আর এরম ভাবেই সময় কাটতো চার্চ এর ঘড়ির কাটার এক একটা শব্দ যেন বোম্ব এর শোনাতো। ১৬ মিলিয়ন মৃত্যু মিছিলের পর ১৯১৮ সালে যুদ্ধ যখন শেষ হলো আপনি তখন সাবালক আপনার বয়স ১৮ বছর।
যুদ্ধ শেষ হতেই মানবজাতির যুদ্ধ শুরু হয়ে প্রথম পান্ডেমিক স্প্যানিশ ফ্লুর সাথে।
এইচ 1 এন 1 ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসের কারণে সৃষ্ট একটি অস্বাভাবিক মারাত্মক ইনফ্লুয়েঞ্জা মহামারী ছিল। ১৯১৮ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল ১৯২০ অবধি ৫০০ মিলিয়ন মানুষকে চার চারটি ফ্লুর তরঙ্গে সংক্রামিত করেছিল যা বিশ্বের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। ভাবুন আপনার বয়স তখন ২০ আর আপনার জীবনে বেঁচে থাকা ছাড়া আর কিছুরই চাহিদা ছিল না
ভাবুন আপনার বয়স তখন ২৯ কাজ কর্ম খোজা ছেড়ে আপনি এবার দ্য গ্রেট ডিপ্রেশনের শিকার ‘দ্য গ্রেট ডিপ্রেশনটি’ ছিল এক বিশ্বব্যাপী অর্থনৈতিক মানসিক চাপ যা বেশিরভাগ ১৯৩০ -এর দশকে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়েছিল। মহা হতাশার সময় বিশ্বজুড়ে , বেশিরভাগ দেশগুলিতে এটি ১৯২৯ সালে শুরু হয়েছিল এবং ১৯৩০ এর শেষভাগ পর্যন্ত স্থায়ী হয়েছিল। বিশ্বব্যাপী মোট দেশীয় পণ্য (জিডিপি) হ্রাস পেয়েছিলো আনুমানিক 15%। তুলনায়, রিসেশন চলাকালীন ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিশ্বজুড়ে জিডিপি ১% এরও কম পড়েছিল । আপনি বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ২৯ বছর বয়েসে ভাবুন
সাল টা ১৯৩৩ আপনার বয়সও তখন ৩৩ , ৩০ জানুয়ারী একটি সংসদীয় নির্বাচন এবং এর সাথে সম্পর্কিত ব্যাকরুমের ষড়যন্ত্রের পরে সক্রিয়করণ আইন নির্মমভাবে এবং কর্তৃত্বের সাথে ব্যবহার করা হয়েছিল – তখন কার্যত আশ্বাস দেওয়া হয়েছিল যে হিটলার পরে আইনগত আপত্তি ছাড়াই সাংবিধানিকভাবে স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করতে পারে। জার্মানে উত্থান নাজি পার্টি পৃথিবী তখন কম্পিত একনায়কতন্ত্রের কাছে । আপনি ৩৩ বছরে দেখছেন এসব কিছু আর বুক বুক টা দুরু দুরু করছে তাইতো ভাবুন।।
আবার বেজে উঠলো যুদ্ধ বিউগল এবার সময়টা ছিল “দ্বিতীয় বিশ্বযুদ্ধের” এই বিশ্বযুদ্ধ ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলেছিল। বিশ্বের অনেক দেশ – সমস্ত বৃহত শক্তি সহ – অবশেষে দুটি বিরোধী সামরিক জোট গঠন করেছিল: এলিয়েস ও এক্সিস। ৮৫ মিলিয়ন মৃত্যুর সাথে শেষ হয়ে ‘সেকন্ড ওয়ার্ল্ড ওয়ার’ আপনি তখন বেঁচে আছেন আর আশা করছেন সুস্থ জীবন যাপনের আপনার বয়েস তখন ৪৫ – ভাবুন
আপনি যখন ৫২ বছর বয়েসী তখন শুরু হলো “কোরিয়ান ওয়ার”। আপনার ৬৪ বছর রিটায়ারমেন্ট বয়েসে আপনাকে দেখতে হয়ে ” ভিয়েতনাম ওয়ার ” যা চলেছিল ১৯৭৫ অব্দি তারমানে আপনি যখন ৭৫ এর পৌঢ় ভাবুন একবার
১৯৮৫ /২০২০ সালে জন্ম নেওয়া একটি শিশু মনে করে যে তাঁর দাদু ঠাকুমারা জীবন কতটা কঠিন তা জানেই না ,বেশ কয়েকটি যুদ্ধ এবং বিপর্যয় থেকে বেঁচে যাওয়া দাদু ঠাকুমারা হয়তো জীবন যুদ্ধ টা আরো বেশি দেখেছে আমাদের অনেকের থেকেই ।
আজ আমাদের সব রকম সুযোগ সুবিধের মধ্যে এসে হাজির কোবিদ ১৯ পান্ডেমিক । অনেকেরই এখন অভিযোগ রয়েছে মাস্ক পড়া নিয়ে – কি কষ্ট উফফ ! আর পারছি না ! দম বন্ধ হয়ে যাচ্ছে ! আমরা অভিযোগ করছি ঘরে অবোধ থাকতে পারবো না এই বলে , যেখানে আমাদের ঘরে খাবার , বিদ্যুৎ, জল, ওয়াইফাই এমনকি নেটফ্লিক্সও রয়েছে!
সেদিন গুলোতে এসব কোনওটিরই অস্তিত্ব ছিল না। তাই হয়তো অভিযোগ করার মানসিকতা কাজ করে নি তখন। যত দিন যাচ্ছে যত সুখ সাছন্দের আদি হচ্ছি আমরা অভিযোগ এর বহর ও বাড়ছে।
দয়া করে ঘরে থাকুন , মাস্ক পড়ুন
আমরা করবো জয়ে , নিশ্চয় – ভাবুন !