দক্ষিণ জেলা স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে “রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম” এবং”বেটি বাঁচাও বেটি পড়াও” এর বিশেষ প্রশিক্ষণ শিবির।
দক্ষিণ ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালেয় কনফারেন্স হলে শুক্রবার “রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম” এবং”বেটি বাঁচাও বেটি পড়াও” এক বিশেষ প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয় এতে মোট 1291 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 12 দিন ব্যাপী এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ জগদীশ চন্দ্র নমঃ আলোচনার প্রথমে “বেটি বাঁচাও বেটি পড়াও” সম্পর্কে বিশেষ আলোচনা করতে গিয়ে বলেন, বাল্য বিবাহ প্রতিহত করুন এবং এর উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং তার সাথে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম সম্পর্কে বিশেষ আলোচনা করতে গিয়ে বলেন, যে সব শিশুরা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ হয় তাদের কিভাবে RBSK চিকিৎসার আওতায় আনা যাবে এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হবে উপকারিতা এবং প্রয়োজনীয়তার উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়
মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ডঃ সৌরভ দাস RBSK এর ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এর হাত ধরে এই প্রোগ্রামের সূচনা হয়। আগামী দিন তৃণমূল স্তরে এই প্রোগ্রাম কে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।