দক্ষিণ 24 পরগনার বারুইপুর জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলে শুরু হলো 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশন।

SATYAM NEWS
বারুইপুর থেকে জাহেদ মিস্ত্রির রিপোর্ট:- করোনার গ্রাফ নতুন করে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 15 বছর থেকে 18 বছর বয়সী সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে গেলগতকাল থেকে. দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলে মহাকুমা শাসক সুমন পোদ্দারের তত্ত্বাবধানে চলছে ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ. বারুইপুর মহাকুমার সাতটি ব্লকসহ তিনটি পুরসভার মোট দশটি স্কুলে টিকাকরণ চলছে. স্কুলগুলিতে চলছে বিশেষ ক্যাম্প. এছাড়া যেখানে যেখানে ভ্যাক্সিনেশন হচ্ছে সেখানে যদি আধার কার্ড নিয়ে 15 থেকে 18বছর বয়সের মধ্যে কেউ যোগাযোগ করেন তাদেরকে দেয়া হবে ভ্যাকসিন. জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা জানান এ দিন প্রায় 700 ছাত্রীদেরকে ভ্যাকসিন করা হচ্ছে। ক্লাস অনুযায়ী তাদেরকে আলাদা আলাদা করে সময় ভাগ করে দেয়া হয়েছে। প্রত্যেকের টেম্পারেচার চেক করা হচ্ছে, দেয়া হচ্ছে স্যানিটাইজার। স্কুলগুলিতে কড়া নজরদারি চালাচ্ছেন স্কুল ইনস্পেক্টর সহ পরিচালন কমিটির সদস্য এবং জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *