রক্তকরবী-র সাংস্কৃতিক সন্ধ্যা উপহার!

SATYAM NEWS

২৪ শে জুন বিকেল ৫ টায় শিশির মঞ্চে হয়ে গেল রক্তকরবী-র ‘বর্ষামঙ্গল’ সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত এটি একটি রক্তকরবীর সদস্য-সদস্যাদের নিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এই দিন অনুষ্ঠানে শ্রুতি নাটক, কবিতা, আবৃত্তি, গান, নাচ ইত্যাদির মধ্য দিয়ে এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল রক্তকরবী। বাঁশদ্রোণী রক্তকরবী কালচারাল অ্যাসোসিয়েশন ২০১৬ থেকে কাজ করে চলেছে সমান ভাবে। তারা মূলত সাংস্কৃতিক জগত, গুণীজনদের সম্বর্ধনা ও অসহায় মানুষের জন্য কাজ করে। বিশেষত রক্তকরবী সেইসব মহিলাদের জন্য যারা, সংসার জীবনে আবদ্ধ হয়ে সাংসারিক চাপে নিজেদের কৃতি ও গুনকে নিত্যদিন হত্যা করে চলেছে, তাদের একমাত্র নিশ্বাস নেওয়ার ও নিজেদেরকে প্রকাশ নামই হলো রক্তকরবী!

রক্তকরবীর সম্পাদিকা শ্রীমতী নন্দিনী লাহা ও প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট কবি কেতকী প্রসাদ রায়। সমস্ত অনুষ্ঠানটি একা হাতে সুন্দর ভাবে পরিবেশন করলেন এবং মানুষকে এতো সুন্দর এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিলেন নন্দিনী লাহা। কেতকী প্রসাদ রায় বলেন যে, নন্দিনী লাহা ছাড়া রক্তকরবী এই যায়গায় আসতে পারতো না কখনই নন্দিনীর দ্বারাই সম্ভব এবং উনি আরও বলেন রক্তকরবী আজ বিন্দুতে, বিন্দুতে সিন্ধুতে পরিনত হয়েছে কিন্তু আগামী দিনে রক্তকরবী মহা সুমুদ্রে পরিনত হবে সেই দিন আর বেশি দেরি নেই। এই দিনও রক্তকরবী বিশেষ গুণীজন সম্বর্ধনায় সম্বর্ধিত করলো অতিথিদের।
এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার-এর ভূমিকায় ছিল ‘বলো কলকাতা টিভি’ ও সত্যম নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *