রাতের নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক।

SATYAM NEWS

জাহেদ মিস্ত্রী :- গতকাল সন্ধ্যায় বারুইপুর-ক্যানিং থানার বর্ডার বেলেগাছি এলাকায় আচমকা নাকা তল্লাশি এবং বাইক-চেকিং চালিয়ে ছয়টি কার্তুজ এবং দুইটি বেআইনী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক। বাজেয়াপ্ত হলো বাইকটিও।

নির্দেশ অনুসারে গতকাল সন্ধ্যায় বারুইপুর থানার উপ-পরিদর্শক ধনঞ্জয় মুখার্জি বেলেগাছি ক্যাম্পের ফোর্স নিয়ে রাজাপুর সেতুতে (বারুইপুর-ক্যানিং রোড) হঠাৎই নাকা চেকিংএর ডিউটি ​​করছিলেন।
নাকা চেকিংয়ের সময় এসআই ধনঞ্জয় মুখোপাধ্যায় বারুইপুরের দিক থেকে আসা একজন মোটর সাইকেল আরোহীকে থামিয়ে মোটর বাইক আরোহীকে তল্লাশি করে এবং সেখান থেকে দুটি দেশি তৈরি ডাবল ব্যারেল পাইপগান যার পরিমাপ প্রায় 10″ এবং 11″ এবং 6 রাউন্ড .303 গোলাবারুদ উদ্ধার করেন। জীবনতলার আঠারো বাকি কুমিরমারী এলাকার বাসিন্দা আলাউদ্দিন মোল্লা।আলাউদ্দিন মোল্লা নামে বাইক আরোহী কে (৩৫) এ ঘটনায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *