কলকাতার পুরসভার নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস ও অবাধ ভোট লুঠের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বামফ্রন্টের বিক্ষোভ সমাবেশের ওপরে দলদাস পুলিশের হামলা ও গ্রেফতারি।
কলকাতার পুরসভার নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস ও অবাধ ভোট লুঠের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বামফ্রন্টের বিক্ষোভ সমাবেশের ওপরে দলদাস পুলিশের হামলা ও গ্রেফতারি। রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে গণ-অবস্থান শুরু হওয়ার আগেই পৌঁছানো মাত্র মমতার পুলিশ গ্রেফতার করে রবীন দেব, মিনতি ঘোষ, পলাশ দাস, কল্লোল মজুমদার, তরুণ ব্যানার্জী, সুখেন্দু পাণিগ্রাহী, মধুজা সেনরায় সহ প্রায় ২৫০ কমরেডকে। প্রেসিডেন্সি জেলেও বিক্ষোভ চলে। আন্দোলনের চাপে অবশেষে পুলিশ নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় কমরেডদের। দলদাস পুলিশের হামলা ও গ্রেফতারির প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বামফ্রন্ট।