খোলামনের অনুষ্ঠানে আজ চাঁদের হাট

SATYAM NEWS

আজ ১০ ই জুলাই রবিবার পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে ”খোলামন” আয়োজিত বৃষ্টিদুপুর বর্ষাসন্ধ্যা কবিতা উৎসব-২০২২ অনুষ্ঠানে থাকছে বহু বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকছেন কবি ও সংসদ শতাব্দী রায় , পশ্চিমবঙ্গ মহিলা কাউন্সিলের চেয়ারপারসন শ্রীমতি লিনা গঙ্গোপাধ্যায় এবং কবি সাহিত্যিক ও টেক্নো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার শ্রী সত্যম রায়চৌধুরী।

থাকবেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী শিক্ষক ও শিক্ষারত্ন শ্রী অমল নায়েক , ভূপর্যটক শ্রী কুমুদ চন্দ্র কর , বিশিষ্ট সমাজসেবী শ্রী সুদীপ কুমার দে , একই সঙ্গে প্রখাতও শিশু-কিশোর সাহিত্যিক প্রয়াত সুধীন্দ্র সরকারের উদেশ্যে মরণোত্তর সম্মাননা জ্ঞাপন করা হবে এমনটাই জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস মহাশয়

এই অনুষ্ঠানে থাকছেন এক গুচ্ছ বিশিষ্ট কবি ও বাচিক শিল্পীরা। এই সন্ধ্যা মানুষের মনে দাগে কাটবেই এটা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতিও আজ ‘বৃষ্টিদুপুর বর্ষাসন্ধ্যা’ এই কথাকে যথাযত প্রমান করতে সকাল থেকেই বৃষ্টির রবিবার উপহার দিয়েছে শহর কলকাতাকে

বৃষ্টিদুপুর বর্ষাসন্ধ্যা কবিতা উৎসব-২০২২-এর মুখ্য মিডিয়া পার্টনার ‘সত্যম নিউজ’ ও ‘বলো কলকাতা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *