সীমান্তে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার বাজার মূল্য ৮০ লক্ষ টাকা,গ্রেপ্তার পাচারকারী

SATYAM NEWS

উত্তর ২৪ পরগনা স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ তারালি সীমানার ঘটনা। লতিপ সর্দার ভারতীয় সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলশ সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে উদ্ধার হয় ১২ টা সোনার বিস্কুট। যার ওজন ১,কিলো ৪০০ গ্রাম ।

এই উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ টাকা। লতিফ সরদার কে আটক করে BSF বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকায়। এই সোনার বিস্কুট গুলো থাইল্যান্ড মায়ানমার বাংলাদেশ হয়ে সীমন্ত সুরক্ষার নজর এড়িয়ে ভারতে ঢুকেছে বোলে মত তদন্তকারীদের।এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখছে BSF ও POLICE উদ্ধার হওয়ার সোনার বিস্কুট তেতুলিয়া শুল্ক দফতারের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *