স্কুল পড়ুয়াদের নিয়ে রাস্তার ধ্বসে আটকে গেল বাস চাঞ্চল্য চুঁচুড়া শহরে

SATYAM NEWS

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া:- ২২ আগস্ট অর্থাৎ মঙ্গলবার

স্কুল ছুটির পর বাড়ি ফিরবে বলে স্কুল বাসে উঠেছিল ছাত্ররা বাস চলা শুরু হতেই হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেলো বাসের চাকা। বসে গিয়ে বিপত্তি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ব্যান্ডেল ডন বসকো স্কুলে ৪০ জন পড়ুয়া খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ, পুরসভা- পূর্ত দপ্তর চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল, পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ, তড়িঘড়ি পড়ুয়াদের বাস থেকে নামিয়ে অন্য বাসে তুলে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় জানা গেছে গতকাল সোমবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি নেমেছিলো তার জেরে চুঁচুড়া শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এরপর বিকেলে স্কুল ছুটির পর ৪০ জন পড়ুয়া কে নিয়ে শ্রীরামপুর যাবে বলে বাস ছাড়ে স্কুলের গেট থেকে কিছুটা যাওয়ার পর ওই বাসের চাকা ফেসে যায় চুঁচুড়া বাঁশবেরিয়া রোডে।পড়ুয়াদের কেউ আহত হয়নি ঘটনায়। তবে হঠাৎ বাস ঝাকুনিতে দাঁড়িয়ে যাওয়ায় তাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় পড়ুয়া দের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয় বিকল্প বাসে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ জানান রাস্তায় কে এম ডি এ প্রকল্পের কাজ চলছে হাইড্রা গাড়ি দিয়ে বাসটিকে তোলা হয়। রাস্তা মেরামত করতে কে এমডিএ ঠিকাদার সারারাত কাজ করবে। রাস্তা খোড়ার পর মাটির আবিস ফেলে কিছুটা জায়গা ভরাট করা হয়েছিল একটু বৃষ্টিতেই সেই জায়গা নরম হয়ে যায় ভারী বাস তার উপর দিয়ে যেতেই এই ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *