Bengal Special NEWS দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী অঞ্চলে চলছে আসন্ন “ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক প্রচার” December 2, 2021 Souvik Saha 0 Comments SATYAM NEWSজাহেদ মিস্ত্রী :- পরিবেশ দফতর থেকে ইতিমধ্যে মিলেছে আসন্ন ঘূরণীঝড়ের খবর । বারুইপুর পুলিশ জেলার উপকূল থানাগুলিতে তাই সতর্কতামূলক প্রচার শুরু হয়ে গেছে. ঝড়খালি, মৈপিঠ ইত্যাদি থানাগুলিতে মাইকের মাধ্যমে পুলিশ শুরু করেছে এই প্রচার।