সেনা দিবসে জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য, যুদ্ধের নেপথ্য কাহিনী নিয়ে ছবির ঘোষণা বিবেক ওবেরয়ের

SATYAM NEWS

ভারতীয় সেনা দিবস উপলক্ষে অভিনব শ্রদ্ধার্ঘ্য। নতুন ছবির ঘোষণা করলেন বিবেক ওবেরয়। নিজের সোশ্যাল মিডিয়াতেই এই খবর জানান অভিনেতা।

সিনেমার নাম ‘ভার্সেস অফ ওয়ার’। এই বিশেষ দিন উপলক্ষে অবশ্য শুধু ছবির নাম জানিয়েই ক্ষান্ত থাকেননি বিবেক। পাশাপাশি সিনেমার টিজারও প্রকাশ্যে নিয়ে এলেন। ঝলকের শুরুতেই দেখা গেল দেশমাতৃকার নিরাপত্তার দায়িত্বে বন্দুকধারী বিবেক ওবেরয়কে। এক জওয়ানের চরিত্রে অভিনয় করেছেন। টিজার শুরু হয়েছে কবিতার মাধ্যমে। প্রত্যেকটা শব্দে দেশপ্রেমের ছোঁয়া।

মুক্তির দিন হিসেবেও বেছে নিয়েছেন সাধারণতন্ত্র দিবসকে। আগামী ২৬ জানুয়ারী মুক্তি পাচ্ছে এই ছবি। তবে বিবেকের ‘ভার্সেস অফ ওয়ার’ পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্যের ছবি। সিনেমায় বিবেক ছাড়াও অভিনয় করেছেন রোহিত রায়। ১৫ বছর পর একসঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করলেন দুই অভিনেতা। বিবেক যেখানে একজন ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করেছেন, সেখানে রোহিত রায়কে দেখা যাবে একজন পাকিস্তানি সেনা আধিকারিকের চরিত্রে।

পরিচালনা করেছেন প্রসাদ কদম। এই শর্টফিল্ম মুক্তি পাবে FNP মিডিয়া ইউটিউব চ্যানেলে। ‘ভার্সেস অফ ওয়ার’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিবেক জানান, “দেশের সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই, যাঁরা সর্বদা আমাদের নিরাপত্তার চাদরে মুড়ে রাখেন। যাঁরা আমাদের শান্তি বজায় রাখার জন্য নিঃস্বার্থভাবে নিজেদের প্রাণ বলিদান দেন, সেসব হিরোদের কখনও ভুলে যাওয়া উচিত নয় আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *