মঙ্গলবার ধরা পড়ার পর বাঘকে ছাড়া হল ধূলি ভাসানীর জঙ্গলে
মঙ্গলবার ধরা পড়ার পর বাঘকে ছাড়া হল ধূলি ভাসানীর জঙ্গলে। বুধবার সকালে ছাড়ার সিদ্ধান্ত নেয় বনদপ্তর এর কর্মীরা। আপাতত সুস্থ আছে। এদিন সকালে জাল খুলে দিতেই জলে ঝাঁপ মারে বাঘ। নদী সাঁতরে ফিরে যায় তার পুরানো আস্তানায়। মঙ্গলবার সকালে ধরা পড়ার পর তাকে একপ্রস্থ চিকিৎসা করেন চিকিৎসকরা। বাঘের নখ দাঁত সবই পরীক্ষার করার পর ছাড়ার সিদ্ধান্ত হয়।