বাঘের সংখ্যা জানতে শুরু হল ক্যামেরা বসানোর কাজ

SATYAM NEWS

জাহেদ মিস্ত্রী :- সুন্দরবনের দক্ষিণ ২৪ পরগনা জেলা বন বিভাগের অধীনস্থ সুন্দরবন জঙ্গলে বাঘ শুমারির কাজ শুরু হল। মঙ্গলবার থেকেই বাঘের সংখ্যা জানার জন্য ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গলে ক্যামেরা লাগানোর কাজ শুরু করলেন বনদফতরের কর্মীরা। প্রথমে বনকর্মীরা এই কাজ শুরু হওয়ার আগে রায়দিঘী রেঞ্জের চিতুরি বিট অফিসে বনবিবি’র পুজো দেন বনকর্মীরা। তারপরেই বনকর্মীরা ক্যামেরা সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে কুলতলির হেড়োভাঙা ৮ নম্বর জঙ্গলে গিয়ে ক্যামেরা লাগানোর কাজ শুরু করেন। বন বিভাগের তরফে জানানো হয়েছে, এবার জেলা বন বিভাগের অধীন কোর জঙ্গলের ৮ টি বিভিন্ন জায়গায় ১৬১ জোড়া ক্যামেরা বসানো হবে। তা মঙ্গলবার থেকে শুরু করা হয়েছে। এই ক্যামেরা বসানো হবে মাতলা, রামগঙ্গা, রায়দিঘী, ঝড়খালি সহ প্রভৃতি রেঞ্জ গুলিতেও। তারপর টানা 35 দিন ধরে জঙ্গলে বসানো এই ক্যামেরায় বাঘের ছবি বন্দী হবে। এজন্য বন দপ্তরের ১০০ জন কর্মীকে ক্যামেরা লাগানোর কাজে নামানো হয়েছে। শুধু বাঘের ছবি তোলাই নয়, এবার এই বিশেষ প্রযুক্তির ক্যামেরা থেকে বাঘের অবস্থানও বোঝা যাবে। নির্দিষ্ট সময় ধরে ক্যামেরায় বাঘের ছবি বন্দি হওয়ার পর সেই ছবি পাঠানো হবে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফিসে পাঠানো হবে। আর সেই বিশ্লেষণের পরেই নির্ণয় করা হবে সুন্দরবনের দক্ষিণ ২৪ পরগনা জেলা বন বিভাগের অধীন জঙ্গলে বাঘের সংখ্যা ঠিক কত। এবার সেই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন বনআধিকারিকরা। বন আধিকারিক মিলন মণ্ডল জানান, গোটা দেশে বাঘ শুমারির কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *