ছুটির দিনে রবিবার রবিবাসরীয় করোনা ভ্যাকসিন ক্যাম্পে হঠাৎ হাজির কাকদ্বীপ SDO, নামখানা BDO,এবং BMOH

SATYAM NEWS

জাহেদ মিস্ত্রী :-ফের রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোণা সংক্রমণ, আর করোণা সংক্রমণে লাগাম টানতে ইতিমধ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন, এর পাশাপাশি ভ্যাকসিনের বিষয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার। একদিকে শুরু হয়েছে আংশিক লকডাউন অপরদিকে রাজ্য জুড়ে শুরু হয়েছে 15 থেকে 18 বছরের ছেলে মেয়েদের কোভিদ ভ্যাকসিন দেওয়ার কাজ। নামখানা ব্লকের দ্বারিক নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে দ্বারীকনগর হাইস্কুলে রবিবার ছুটির দিনে ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়ে দেয়া হয় , সেইমতো সকাল থেকে ছাত্র-ছাত্রীদের লম্বা লাইন পড়ে।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সকাল 9টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করা হয়। হঠাৎ করে সকাল দশটা নাগাদ পরিদর্শন আসেন কাকদ্বীপ SDO অরণ্য বন্দ্যোপাধ্যায়,নামখানার BDO সান্তনু সিংহ ঠাকুর, এবং নামখানা দ্বারীকনগর হাসপাতালের BMOH ডাক্তার শুভ্র নীল দাস।

ডাঃ শুভ্রনীল দাস জানান আগামী দিনের প্রতিটি হাইস্কুলে ক্যাম্পিং এর মাধ্যমে আগামী 15 জানুয়ারির মধ্যে 15 থেকে 18 বছর বয়সী সকল ছেলে মেয়েদের প্রথম ডোজ কমপ্লিট করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *