“বলো কলকাতা পরিবার”-এর ‘বঙ্গ গৌরব উৎসব’ সিজন-২ (২০২২)
সোমা ভট্টাচাৰ্য, NEWS DESK: গত ২১ শে আগস্ট হাজরা সুজাতা সদনে অনুষ্ঠিত হয়ে গেল SS ADMEDIA Presents Organised by “বলো কলকাতা পরিবার” ‘বঙ্গ গৌরব উৎসব’ সিজন – ২ (২০২২) উপস্থিত ছিলেন একঝাঁক তারকা, অভিনেতা, অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, আবৃত্তিকার, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, শিক্ষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, চিকিৎসাবিদ, সরকারী আধিকারিক, ক্রীড়াজগৎ, সমাজসেবী, ধর্মগুরু, সাংবাদিক, লেখক, লেখিকা, জোতিষজগৎ, তন্ত্রজগৎ, সুরকার সহ আরো অনেকে। এনাদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান এক অনন্য মাত্রা পেয়েছিল।
উপস্থিত সকল গুনিজনদের বিবিধ সম্মানে ভূষিত করা হয় ‘বলো কলকাতা পরিবার’ – এর পক্ষ থেকে।’ ‘বলো কলকাতা পরিবার’ – এর রীতি অনুযায়ী অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল নেতাজির মূর্তিতে মাল্যদান এবং গুণীজন কর্তৃক প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে। গণেশ স্রোত্রম নৃত্যনুষ্ঠানের পর জাতীয় সঙ্গীত গেয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা হয়। এদিনের এই মঞ্চে সঙ্গীত, নৃত্য পরিবেশন, কৌতুকনকশা, বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য, নতুন সদস্যদের বরণপর্ব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, শ্রীকুমার চট্টোপাধ্যায় ও মিস জোজোর গান।
উপস্থিত ছিলেন কলকাতা মুম্বাই খ্যাত প্রোগ্রাম অর্গানাইজার তোচন ঘোষ মহাশয়।উপস্থিত ছিলেন বর্ষিয়ান লেখক সাহিত্যিক গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জয়ী পৃথ্বীরাজ সেন মহাশয়।
দ্বিপ্রহর থেকে রাত পর্যন্ত অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন আর জে সম্রাট(বলো কলকাতা পরিবারের সম্মানিয় সদস্য) ও ‘বলো কলকাতা পরিবার ‘- এর কো – এডিটর, সিনিয়র অ্যাঙ্কর সোমা ভট্টাচার্য এবং সর্বোপরি ‘ সমগ্র পরিচালনায় ‘বলো কলকাতা টিভি ‘ – র কর্ণধার সৌমিক সান্যাল মহাশয়। এ ছাড়াও তার সাথে সহযোগিতায় ছিলেন ‘বলো কলকাতা পরিবারের’ প্রেসিডেন্ট জয়ন্ত রানা, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা সন্ন্যাল, ভাইস প্রেসিডেন্ট সমীরণ দাস, ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত চক্রবর্তী, এডিটরিয়াল লিডার রানা দাস, নিউজ এডিটর ইন চিফ অভিজিৎ গড়াই, গ্রাফিক্স এডিটর মৃনাল কান্তি জানা প্রমুখ। এদিনের সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী দেবদীপ গাঙ্গুলি মহাশয়, সহ সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ দেবজিৎ স্যার মহাশয়। সবটা মিলিয়ে এদিনের এই অনুষ্ঠানে সুজাতা সদন সভাগৃহে চাঁদের হাট বসেছিল। আগামী দিনে ‘বলো কলকাতা পরিবার’ ‘বঙ্গ গৌরব উৎসব’ সিজন-৩ পথে এগোচ্ছে।