বিধাননগর পৌরনিগমের ১০ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী অমরনাথ গুহ বিভিন্ন বুথ পরিদর্শন করেন

SATYAM NEWS

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই শেষ হলো বিধাননগর পৌরনিগমের ভোট। সকাল থেকেই ভোট দানের সেরকম উৎসাহ না থাকলেও বেলা বাড়তেই ভোট দানের হার ছিলো যথেষ্ট বেশি। সেই মতো বিধাননগরের ১০ নং ওয়ার্ডের ভোট মিটলো প্রায় নির্বিগ্নেয়। এই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী অমরনাথ গুহ সকাল সকাল বেড়িয়ে বিভিন্ন বুথ পরিদর্শন করেন। সকাল বেলা বেরিয়ে শান্তিপূর্ণ ভোটের কথা বললেও বেলা বাড়ার সাথে সাথে বুথ জ্যাম বা রিগিংয়ের অভিযোগ করেন। তিনি বলেন বেশ কিছু জন বহিরাগত এসে রিগিং এর চেষ্টা করলেও পুলিশ কে বলার সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেয়।
এখন দেখার এই ওয়ার্ডে শেষ হাসি কে হাসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *