ভৈরন ঝাঁকি উৎসব পালিত হচ্ছে জম্মু কাশ্মীরে

SATYAM NEWS

আজ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অনুষ্ঠিত হচ্ছে বিখ্যাত ভৈরন ঝাঁকি উৎসব।

“ভৈরন ঝাঁকি” এর স্বতন্ত্রতার কারণে হোলি উৎসব উদযাপন রাজৌরি শহরের বাসিন্দাদের জন্য বিশেষ হয়ে ওঠে। হোলি উৎসবে প্রতি বছরের মতো এবারও ভৈরন দেবের ঝাঁকি অত্যন্ত আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বের করা হয় যাতে জাতি, বয়স, ধর্ম নির্বিশেষে শত শত মানুষ পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। একইভাবে প্রথম ঝাঁকি। এ বছরের ১৩ই মার্চ (আজ ) বের করা হয়ে ঝাকি

স্থানীয়দের ধারণা প্রায় একশ বছর আগে এই এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছিল। এলাকার মানুষ অনাহারে ভুগছিল। স্থানীয়রা পাশের জঙ্গলে বসবাসকারী এক সাধুর কাছে গিয়েছিলেন। তিনি তাদের বলেছিলেন ভৈরন দেব তৈরি করতে। খুশি হয়ে তার ঝাঁকি বের করে শহরের চারপাশে নিয়ে যান। তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। বলা হয়ে থাকে যে এই নিয়ম পালনের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে এবং তারপর থেকে প্রতি বছর এই এলাকায় গত কয়েক দশক ধরে এই ধরনের শোভাযাত্রা বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *