Uncategorized অপারেশন গঙ্গা – দেশে ফিরছে নাগরিকরা March 3, 2022 Souvik Saha 0 Comments SATYAM NEWSবেসামরিক বিমান চলাচল মন্ত্রক (এমসিএ) বৃহস্পতিবার জানিয়েছে, বিশেষ বেসামরিক ফ্লাইটের মাধ্যমে ৬,২০০ জনেরও বেশি ভারতীয় ইউক্রেন থেকে ফিরে এসেছে এবং আগামী দুই দিনের মধ্যে ৭,৪০০ জনেরও বেশি ভারতীয় আসবে বলে আশা করা হচ্ছে।