২৪ এ পাপ্পু আর তার দল ফ্যাক্টর

SATYAM NEWS

পাপ্পু কে নিয়ে অনেক খেলা হল ।  অনেকেই তুড়ি মেরে কোলে তুলে দিল। তবু বলতে বাধ্য হচ্ছি , রাজনৈতিক

সমীকরনে , আর জাতীয় রাজনীতির অঙ্কে পাপ্পু কে নিয়ে মস্করা ভারি না হয় শাসক দলের কাছে।

 

কংগ্রেসের যে সুদীর্ঘ রাজনৈতিক অঙ্কের হিসেব নিকেষ তা প্রায় স্বতঃসিদ্ধ। এর আগের কোয়ালিশন সরকারের প্রেক্ষাপট

মনে পড়বে নিশ্চয় । ছেড়ে দিন তত দিনের কথা। মনমোহন সরকারের জমানার কথা ভাবুন একবার।

 

দ্য সাইলেন্স প্রাইম মিনিষ্টার বলে ফিল্মি ট্রিট্মেন্ট ব্যবহার করে বাড়তি ফায়দা লুঠবার চেষ্টা করলেও ,

দেশের অর্থনৈতিক সংস্কার   নিয়ে ভাবতে গিয়ে বর্তমান  সরকার  যে দেউলিয়াপানা দেখিয়ে জাতীয় সম্পত্তি

বেচে নিজে বাচবার চেষ্টা করছে তা ধরে পড়ে যাচ্ছে বারবার।

 

আচ্ছে দিনের স্বপ্ন দেখা ভারতীয় মধ্যবিত্তের সামনে খুড়োর কল , তাদের সংসার প্রতিপালন , আর রোজকার রুটি রুজি ।

ধরছে ধরছে কিন্তু তবু যেন ধরতে পারছে না কেউ।

 

ভোজ্য তেল তেকে জ্বালানি তেল সব তেলের ঝাজেই পুড়ছে ভারতীয় মধ্যবিত্ত সমাজ ।

 

-কলমে বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ সিনহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *