৭১ বছর বয়সে কলকাতার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর।

SATYAM NEWS

তুলিতে টান দিতে দিতে কাটে শৈশব। ১৯৫১ সালের ৩রা জানুয়ারি লখনউতে জন্মগ্রহন করেন শিল্পী ওয়াসিম কাপুর। মাত্র ৬মাস বয়সে দুর্ঘটনার জেরে শৈশব কাটে বিছানায় শুয়ে । জানলা দিয়ে বাইরের পরিবেশ , যান চলাচল দেখে খাতার পাতায় ধরে রাখতেন সমস্ত দৃশ্য। বাবার কাছে ছোট্ট শিল্পী ওয়াসিমের আবদার ছবি আঁকার। ছেলের আবদার মেটালে পরবর্তীতে অসুস্থ ওয়াসিম শুয়ে শুয়েই একের পর এক দুর্ধর্ষ ছবি আঁকতেন। পড়ে একে একে দেবী প্রসাদ চৌধুরী, অতুল বসু, যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, পরিতোষ সেনদের মতো শিল্পীদের সান্নিধ্যে আসেন ওয়াসিম। আজ সকালে সকাল ১১.৪৫ নাগাদ কলকাতায় নিজের বাসভবনে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ্যাত শিল্পী ওয়াসিম কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *