প্রত্যন্ত সুন্দরবনের একাধিক জায়গায় অনুষ্ঠিত ,রথযাত্রা, হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা।

SATYAM NEWS

বাঙালির বারো মাসে তেরো পার্বণ।তার মধ্যে একটি হলো রথযাত্রা উৎসব।আমরা সকলেই জানি উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের বিখ্যাত সেই রথ উৎসবপালিত হয়।আর এবারউত্তর ২৪ পরগনার সুন্দরবনের একাধিক জায়গা লেবুখালী সন্দেশখালি খুলনা বসিরহাট টাকি যোগেশগঞ্জ হিঙ্গলগঞ্জ ও আমবেডিয়া সহ একাধিক জায়গাতে সেই পুরীর আদলে সাড়ম্বরে পুলিশ প্রশাসনেরকরা নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।সুন্দরবনেরএই রথযাত্রা উৎসবে প্রচুর ভক্তের সমাগম হয় আর তার মধ্যে লক্ষ্য করা যায় মাতৃ শক্তির প্রভাব অনেক বেশি।আমরা সকলেই বিভিন্ন তীর্থস্থান ঘুড়ি সারা বছর ভগবানের নাম জব তপ করি ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য,আর আজকের দিনে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব হয় । এই দিনে রথের রশি টেনে পুনার্থীরা ভগবানের কাছে কামনা করেন

সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *