প্রজাতন্ত্র দিবসে শিক্ষকদের মহামিছিল
“পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ”এর পক্ষ থেকে আজ 26শে জানুয়ারি মহান প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিংয়ের অন্তর্গত বেদবেরিয়া তে রাজ্য সম্পাদক সৌমেন মন্ডল মহাশয়ের নেতৃত্বে
সংগঠনের দক্ষিণ 24 পরগনার জেলার সোনারপুর উত্তর ও দক্ষিণ, বারুইপুর পূর্ব ও পশ্চিম, ক্যানিং 1 ও 2, গোসোবা ,বাসন্তী, ভাঙ্গড় 1 এবং 2 নম্বর ব্লক থেকে আগত দুইশত স্কুল পার্টটাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী উপস্থিত হয়েছিলেন। সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণের দাবিতে এবং অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, অফলাইনে পঠন-পাঠন প্রক্রিয়া শুরু করার দাবিতে উপস্থিত হয়েছিলেন।