প্যারিস অলিম্পিক – ভারতের পঞ্চম পদক নীরজের হাত ধরে
নীরজ ব্যর্থ করে নি, তবে সোনা হলো না। প্যারিস অলিম্পিকে ভারত এগোচ্ছে ধীর পদক্ষেপে। নীরজের হাত ধরে পঞ্চম পদক।
প্যারিস অলিম্পিকের কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৯.৩৪ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ চোপড়া। ফাইনালে তিনি ছুড়লেন ৮৯.৪৫ মিটার। মোট ৬টি থ্রোয়ের মধ্যে পানিপতের ছেলের ৫টি থ্রো ফাউল হয়। দ্বিতীয় চেষ্টাতে ৮৯.৪৫ মিটার থ্রো করার ফলে প্যারিস থেকে দেশকে রুপো এনে দিলেন নীরজ। এটি প্যারিস গেমস থেকে ভারতের পঞ্চম পদক। প্রথম রুপো। ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ পরপর দু’বার অলিম্পিক পদক জেতায় উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুশি ১৪০ কোটি দেশবাসী। প্রধানমন্ত্রী লেখেন,’নীরজ চোপড়া এক শ্রেষ্ঠ ব্যক্তি! বারবার তিনি তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ভারত উচ্ছ্বসিত যে তিনি আরও একটি অলিম্পিকে সফল হলেন। রুপো পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন।’
ক্রীড়া জগৎ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এ যেন আগের রেকর্ড ভাঙার খেলা। তার প্রমাণ নীরজের জ্যাভলিন। টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া ছুড়েছিলেন ৮৭.৫৮ মিটার। তাতে সোনা জিতেছিলেন। এ বার প্যারিসে তার থেকে বেশি থ্রো করেন তিনি। শুধু তাই নয়। প্যারিস গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে সকল দেশের জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে। ৯২.৯৭ মিটার থ্রো করে অলিম্পিক রেকর্ড গড়ার পাশাপাশি সোনা জিতেছেন নীরজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আর্শাদ নাদিম। সোনা ও রুপো – দুটো আসলে এশিয়ার ঘরে। এটাই বা কম কি!