অভিষেকের কর্মসূচির আগে মুখ্যমন্ত্রীর নামে ধিক্কার পোস্টার মতুয়া দুর্গ ঠাকুরনগরে
মতুয়াদের ঠাকুরবাড়ি পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতিতে বরাবরই এক বিশেষ ভূমিকা নিয়েছে। আসন্ন পঞ্চায়েতেও নির্বাচনেও তাই ঠাকুরবাড়ির গুর্রুত্ব বুঝছেন সব দলই । আপাতত সেখানে তৃণমূলবিরোধী হাওয়া চোখে পড়ছে ।আজ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল ধিক্কার পোস্টারও!
মতুয়াদের ঠাকুরবাড়ি পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতিতে বরাবরই বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসন্ন পঞ্চায়েতেও নিশ্চয়ই করবে। মতুয়া নিয়ে এক আমলে বাম-তৃণমূল টানাটানি ছিল চরমে, ইদানীং যেটা তৃণমূল-বিজেপির দড়ি টানাটানিতে পরিণত হয়েছে। কিছুটা কোনঠাসা হয়েছে বাম কংগ্রেস রাজনীতি
আজ, রবিবার দুপুর ৩ টেয় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে, রাজনৈতিক মহলের বক্তব্য, চোখে পড়ার মতো ঘটনা হল, অভিষেকের ঠাকুরবাড়ির সফরের ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার পোস্টার দিয়ে ছেয়ে ফেলা হয়েছে গোটা ঠাকুরবাড়ি চত্বর যেটা খুব তাৎপর্যপূর্ণ।আগামী পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা কোন দিকে ঝুঁকবে তা কিছুটা স্পষ্ট আজকের এই ধিক্কার পোস্টার ও কালো পতাকা প্রদর্শনের মধ্যে দিয়ে