সকালেই কেঁপে উঠলো উত্তরবঙ্গ
আবার ভূমিকম্প উত্তরবঙ্গে। হিমালয় সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হলেই সন্ত্রস্ত হয়ে পরে মানুষ। কারণ ওখানে ক্ষয়-ক্ষতি অনেক বেশি হয়। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্সের একাধিক এলাকায় প্রায় দু’সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল পশ্চিম সিকিমের সেরঙ্গে। সকলেই ঘুমের চোখে ঘর থেকে বেরিয়ে আসে। কেঁপে উঠল দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তবে এই তীব্র ভূমিকম্পের উৎসস্থল সিকিমের নামচি এলাকা। তবে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৪ মাত্রা। ভূমিকম্প ধরা পড়ার পর খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল
তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে বলে জানা যাচ্ছে। গোটা সিকিম জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।
ভূ-বিজ্ঞানীদের চিন্তার বিষয় হলো, এই ভূমি কম্প ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়। যা ভাবিয়ে তুলেছে অনেককে। আজ, শুক্রবার সকাল ৬টা ২৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে বলে খবর। এদিকে সিকিমে এই ভূমিকম্প উৎপত্তি হলেও প্রভাব পড়েছে উত্তরবঙ্গ–সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। কেঁপে উঠেছে নেপালের মাটিও। ভুটানের পাশাপাশি উত্তর বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আজ সকালে ভূমিকম্প হয় সিকিমে। সিকিমের সেরঙ্গে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪ রিখটার স্কেল অনুযায়ী। তবে ক্ষয় ক্ষতির কোনো খবর নেই।