মুর্শিদাবাদে সেলিমের বিপক্ষে আই এস এফ প্রাথীর প্রচারে নৌশাদ

SATYAM NEWS

সৌভিক সাহা : বাম কংগ্রেস শিবিরের সাথে হাত মিলিয়ে তৃণমূল বিরোধী জোটের পথে কি হাটছে না আই এস এফ ? আসন সমঝোতা এখনো হয়নি ! আগামী কাল শনিবার মুর্শিদাবাদের ডোমকলের এ আর ডি হলে আই এস এফ প্রাথী হাবিব শেখের হয়ে প্রচারে যাচ্ছেন এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটব্যাংকে থাবা বসাবে আই এস এফ এমনটাই মনে করছে রাজনৈতিকমহল। আসন সমঝোতা হলেও মুর্শিদাবাদ আসনে আই এস এফ যে লড়বেই তা একরকম পরিষ্কার। আই এস এফ সূত্রে জানা গেছে যে তারা বামেদের সাথে আসন সমঝোতায় ৮ টি আসনের দাবি রাখছেন। ভোটের ময়দানে আই এস এফ একক ভাবে লড়লে তা আখেরে লাভ হবে বি জে পীর এমনটাই মনে করছে রাজনৈতিক বিশষজ্ঞরা। শনিবার ডোমকলের সভায় নৌশাদ সিদ্দিকী কি বলবেন জোট ও আসন বন্টন নিয়ে তার দিকে তাকিয়ে সবাই। তৃণমূল কংগ্রেস ও বি জে পি ও তাকিয়ে থাকবেন কাল সভার ভাষণের দিকে। কার দিকে পাল্লা ভারী হবে , কোন দিকে যাবে সংখ্যালঘু ভোট তা বোঝা যাবে ভোটের ফলাফলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *