কলকাতা পুরসভার প্রায় 324 জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন

SATYAM NEWS

কলকাতা পুর সাভার প্রায় 324 জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। জানালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি আরো জানান যে বাবুঘাট এর গঙ্গাসাগর মেলায় বঙ্গবাসী গ্রাউন্ডে 77 জনের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে। এছাড়া আউট্রম ঘাটে RTPCR টেস্ট হয়েছে 63 জন। এছাড়া সেয়ালদাহ টেস্ট হয়েছে 14 জন পূর্নার্থী দের। মোট 154 জনের RTPCR টেস্ট করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। এছাড়া এদিন এদিন কলকাতা পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্র থেকে মোট 5572 জন আজকে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 20731 জন বুস্টার ডোজ নিয়েছেন বলে জানিয়েছেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। এছাড়া যারা 15 থেকে 18 বছর বয়সের কিশোর কিশোরীরা এখন পর্যন্ত কলকাতা পুর সাভার কেন্দ্র থেকে প্রায় 56531 জন টিকা নিয়েছেন বলে জানান অতীন ঘোষ। তবে আজকে যে 154 জন যাদের RTPCR টেস্ট হয়েছে। তাদের রিপোর্ট না আসার পর্যন্ত তারা সাগরে যেতে পারবেন না বলে জানিয়ে দিলেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তিনি জানান যে মুখ্যমন্ত্রী গতকাল নির্দেশ দিয়েছেন যে যাদের ডবল ডোজ বা RTPCR করেননি তারা আপাতত সাগরে যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
এছাড়া এদিন মৃত্যু ও জন্মপত্র জমা নিয়ে মেয়র পরিষদের সাফাই যে যেহুতু এই বিভাগের স্বাস্থ্য কর্মীরা বেশিভাগ করোনা আক্রান্ত। তাই এদিন সানশাপত্র কাজ শুরু হতে দারি হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *