চেন্নাই সেন্ট্রাল স্টেশনের কাছে লাইনচ্যুত জন শতাব্দী এক্সপ্রেস
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার গভীর রাতে চেন্নাইয়ের বেসিন ব্রিজ ওয়ার্কশপের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিজয়ওয়াড়া থেকে আসা জনশতাব্দী এক্সপ্রেস, পুরাচি থালাইভার ডাঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যাত্রীদের নামিয়ে দেয়। তারপর বেসিন ব্রিজ ইয়ার্ডের দিকে যাওয়ার সময় একটি কোচের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
বেলা ১২টার দিকে রেক খালি অবস্থায় থাকাকালীন এই ঘটনা ঘটে। প্রায় দু ঘণ্টা পর রেলের কর্মীদের সহায়তায় চাকাগুলো আবার ট্র্যাকে আনা হয়।