জেলার অন্যতম ক্লাবের খেলার মাঠে রাতের অন্ধকারে জোর করে বড় গাড়ি, জে সি বি, ঢুকিয়ে ইট নামিয়ে রাখার অভিযোগ উঠলো জলপাইগুড়ি পুলিশের বিরুদ্ধে, আদালতের দ্বারস্থ হতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহি জলপাইগুড়ি ইংগম্যান এসোসিয়েশনের খেলার মাঠে রাতের অন্ধকারে ক্লাবের গেটের তালা ভেঙে উট রেখে দেবার ঘটনাকে ঘিরে ক্রীড়া মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়,
এই প্রসঙ্গে উক্ত ক্লাবের আইনি পরামর্শদাতা এবং ক্লাবের সদস্য আইনজীবী সন্দীপ দত্ত, অভিযোগের করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে ক্লাবের নৈশপ্রহরীর স্ত্রীকে রীতিমতো জোর করে কোতয়ালী থানার কিছু পুলিশ, গেট খুলে দেবার জন্য, গেট না খুলে দেওয়ায় পুলিশ জোড়করে তালা ভেঙে ক্লাবের মাঠে বড় গাড়ি এবং জে সি বি ঢুকিয়ে উট গুলোকে নামায় যার ফলে ব্যাপক ক্ষতি হয় খেলার মাঠের।
অপরদিকে ক্লাবের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা এক কর্মী জানান , রাতে গেট ,সীমানা প্রাচীর ভেঙে পুলিশ বড় গাড়ি ,জে সি বি, মাঠে ঢোকায়, যার ফলে মাঠের ও অনেক ক্ষতি হয়েছে