‘পাশবালিশ’-এর ট্রেলার ও পোস্টার প্রকাশ
সত্যম নিউস ডেস্ক : ইননোমানিয়া মোশন পিকচার্স তাদের আসন্ন বাংলা ফিচার ফিল্ম “পাশবালিশ” এর ট্রেলার, পোস্টার এবং মিউজিক লঞ্চ করলো বিরল সভাঘর কলকাতায়।ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক গায়ক অর্ণব চক্রবর্তী যিনি এই ছবির সঙ্গীতও করেছেন। সিনেমাটির মুখ্য অভিনেতারা হলেন অনামিকা সাহা, অনিন্দ্য পুলক ব্যানার্জী, নাসিফ আখতার, জয়শ্রী খারা ও ববি মন্ডল।
কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জয়শ্রী খারা এবং ছবিটি প্রযোজনা করেছেন ববি মন্ডল। সিনিয়র শিল্পীদের পাশাপাশি রয়েছেন বেশ কিছু নতুন মুখ। ৩০ শে জুলাই বিড়লা প্ল্যানেটেরিয়ামে এই ইভেন্টে সঞ্চালকের ভূমিকায় দেখা গেল সাংবাদিক আশিস বসাক কে, স্টার কাস্ট এবং বিভিন্ন ক্ষেত্রের অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই দিনের এই অনুষ্ঠানে ।