স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
জাহেদ মিস্ত্রী, বারুইপুর :- ১৭ ঐ এপ্রিল হরিহরপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। দক্ষিণ 24 পরগনা জেলার বারইপুর হরিয়ার পুর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী ওম ভবনে, হরিয়ার পুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির. অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি. বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম কুমার দাস, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, হরিহরপুর অঞ্চল সভাপতি অরূপ ঘোষাল সহ হরিয়ার পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল মিত্র এবং আরো অনেকে. অনুষ্ঠানে 100 জন রক্তদাতার মধ্যে প্রায় 40 জন মহিলা রক্তদাতা. সেই সঙ্গে সকলের ব্লাড প্রেসার, সুগার, ইকো, এবং ইসিজি পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে. বি পি পোদ্দার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর সহযোগিতায় বিশিষ্ট ডাক্তার দ্বারা সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়. আগামী দিনে আরো বড় আকারে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে.