নেশা কারবারি ও নেশা খোরদের বিরুদ্ধে গর্জে উঠেছে বিলোনিয়ার যুবসমাজ

SATYAM NEWS

নেশা কারবারি ও নেশা খোরদের বিরুদ্ধে গর্জে উঠেছে বিলোনিয়ার যুবসমাজ। বুধবার এক নেশা খোরকে আটক করে তুলে দিলো পুলিশের হাতে।

বুধবার বিকাল আনুমানিক সাড়ে তিনটে বনকর নদীর উত্তর পাড়ে তালুকদার পাড়া রাস্তা থেকে লিটন দে নামে এক নেশাখোর কে আটক করে, এবং ওর পকেট থেকে ব্রাউন সুগার উদ্ধার করে। জানা যায় বনকর নদীর উত্তর পাড়ে তালুকদার পাড়া গ্রামটি রীতিমতো নেশাখোরদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিন প্রতিনিয়ত নেশাখোররা তালুকদার পাড়া থেকে নেশা জাতীয় জিনিস ক্রয় করে নিয়ে যাচ্ছে ,বনকর এলাকার যুবকরা প্রতিদিন তা প্রত্যক্ষ করলেও ,আজ এক নেশাখোর যখন তার টমটম গাড়ি নিয়ে তালুকদার পাড়া এলাকায় নেশার দ্রব্য ক্রয় করার জন্য যায়, ফেরার সময় যুবকরা তাকে আটকে তার পকেট থেকে ব্রাউন সুগার উদ্ধার করে, এবং সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লিটন দে কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ,এলাকার যুবকদের দাবি তাকে জিজ্ঞাসাবাদ করলে পরে এলাকায় মধ্যে কারা নেশাকারবারি তাদের হদিশ পাওয়া যাবে ,এবং পুলিশ যাতে অতিসত্বর এই নেশাখোরদের বিরুদ্ধে এবং নাশকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এই দাবি উঠেছে যুবসমাজের এবং এলাকার লোকজন দের পক্ষ থেকে, এখন দেখার বিষয় পুলিশ নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে কতটুকু সফল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *