‘বি পজিটিভ’-এর পজিটিভ ভ্যাক্সিন!

SATYAM NEWS

সৌমিক সান্যাল, কলকাতাঃ ২১ শে জুন বিকেল ৫ টায় পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে হয়ে গেল ‘বি পজিটিভ’-এর পজিটিভ ভ্যাক্সিন! মানে, গুণীজন সম্বর্ধনা ও মেঘোচ্ছায়া-এর প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠান। পজিটিভ ভ্যাক্সিন বলার কারণ হলো এই দুইবছর ধরে যে-ভাবে আমরা বিশেষ করে বাঙালীরা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিতাড়িত কারন এই দুইবছর শুধুই ঘরবন্দী অবস্থা, তারমধ্যে এতদিন পর একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান যেন সত্যি বাঙালীর নিশ্বাস নেওয়ার পালা! তাই বি পজিটিভ-এর পজিটিভ ভ্যাক্সিন আখ্যা দিলাম আমরা। এই অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি, শ্রুতি নাটক ইত্যাদি দিয়ে এক অন্য রকম সন্ধ্যা উপহার দিয়ে গেল বি পজিটিভ-এর কর্ণধার বিপ্লব বড়ুয়া। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তর থেকে নানান গুণীজন উপস্থিত ছিলেন যেমন, কবি, সাহিত্যিক, লেখক লেখিকা, গায়ক, সুরকার, তালবাদ্য শিল্পী, অভিনেতা অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, সাংবাদিক এবং আরও অনেকে। সবাইকে সম্বর্ধনা প্রদান করে বি পজিটিভ এবং সবাই বি পজিটিভের পাশে থাকার বার্তা দেন এবং বি পজিটিভকে আরো মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার-এর ভূমিকায় ছিল বলো কলকাতা টিভি, সত্যম নিউজ ও হ্যালো কলকাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *