সাধারণ ধর্মঘটের সমর্থনে রাস্তায় বাম সংঘটনের কর্মীরা

SATYAM NEWS

সত্যম নিউস ডেস্ক – কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি , রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রে বেসরকারিকরণ , নিত্যপ্রয়জোনীয় জিনিসের মূল্যবৃদ্ধি , পেট্রল – ডিজেল ও রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধি , নূন্যতম মজুরি কাজের সুরক্ষা ও নিরাপত্তা , শ্রম কোড বাতিলের দাবি ও অন্যান্য আরো দাবি নিয়ে ২৮ ও ২৯এ মার্চ সাধারণ ধর্মঘট সফল করতে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা , আজ সিঙ্গুর ২ গ্রাম পঞ্চায়েতে ধর্মঘটের সমর্থনে স্কোয়াড মিছিল এ সামিল হন সি আই টি ইউ , সারা ভারত কৃষকসভা ও সারা ভারত খেত মজুর সভার কর্মী সমর্থকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *