সকাল থেকে মুখ ভার করে আছে আকাশ তারপরে বেলা বাড়তেই বৃষ্টি শুরু,তারই মধ্যে চলছে মকর সংক্রান্তির মহা পুণ্য স্নান

SATYAM NEWS

আজ পুণ্যস্নান গঙ্গাসাগরে. সকাল থেকে মুখ ভার করে আছে আকাশ তারপরে বেলা বাড়তেই বৃষ্টি শুরু,তারই মধ্যে চলছে মকর সংক্রান্তির মহা পুণ্য স্নান। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে গঙ্গাসাগরে স্নান করলেন পুণ্যার্থীরা.মহেন্দ্র যোগ এর বেলাভূমিতে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এসেছিলেন গভীর রাতে. আজ ভোরের আলো ফোটার আগে চিরাচরিত ভক্তি-শ্রদ্ধা আর আবেগ মিশিয়ে গঙ্গায় ডুব দিয়ে কপিলমুনির পূজা দিয়ে ঘরে ফেরা পথে পা বাড়িয়েছেন বহু মানুষ। তাদের বাবা-মায়ের পরলৌকিক কার্যাদি,বাৎসরিক কার্যাদি পালন ও গরুর লেজ ধরে বৈতরণী পার হওয়া সহ প্রদীপ জ্বালিয়ে সূর্য তর্পণ ও ধর্মীয় সংস্কার করেই চলেছেন। যদিও অন্যান্য বারের তুলনায় এবারে সাধুসন্তের দেখা মেলেনি সেইভাবে, কিন্তু সাধারণ মানুষের ভাবাবেগ আজও অটুট।আর এই ভাবাবেগের মধ্যে সনাতনী আদর্শে বিশ্বাসী মানুষ গুলো ডুব দিলেন গঙ্গাসাগরে। অন্যান্য বছরের তুলনায় এ বছর গঙ্গাসাগরের পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কম হলেও সাধারণ মানুষ নির্বিঘ্নে স্নান করতে পেরেছেন।নিরাপত্তার দিক দিয়ে প্রশাসন কিন্তু কোনো রকমের খামতি রাখেনি। পুণ্যার্থীরা যাতে জলে তলিয়ে না যায় তার জন্য জলের নজরদারি রাখা হয়েছিল স্পিড বোট, হোভারক্রাফট এর মাধ্যমে.আকাশপথে ছিল হেলিপ্যাডের নজরদারি। সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল গোটা গঙ্গাসাগর। শিব মন্দিরের গেটের বসানো হয়েছিল মেটাল ডিটেক্টর। রাখা হয়েছে গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *