মমতা ব্যানার্জী কে বেলাগাম আক্রমণ করে ক্ষমাপ্রাথী দিলীপ ঘোষ

SATYAM NEWS

মমতাকে বেলাগাম আক্রমণ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রচারের ফাঁকে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর প্রতি বেলাগাম আক্রমণ করে তিনি বলেন,- বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।প্রত্যাশামত দিলীপ ঘোষের এহেন মন্তব্যের জন্য তুমুল প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুধু মৌখিক প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস থেমে থাকেনি, দিলীপ ঘোষের বিরুদ্ধে মঙ্গলবারই রাজ্যের নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানায় তৃণমূল।

শেষ পর্যন্ত বুধবার তাঁর সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বির্তক প্রথম বার নয়। যে অন্যায় করে সেটা আমি সামনেই বলি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই। আমার ভাষার শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে। আমার দলেরও আপত্তি আছে। যদি তাই হয় তাহলে আমি দুঃখিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারই পার্টির এক নেতা,তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার দলের বিধায়ককে তার পরিবারকে,তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায়,কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। সেখানে কেন তার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না? তৃণমূল কংগ্রেস কেন ব্যবস্থা নিচ্ছে না? শুভেন্দু অধিকারীর বাবা একজন বাংলার বর্ষীয়ান রাজনীতিবিদ। তাকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে অপমান করা হবে। তার কোন সম্মান নেই? আর একজন মহিলা যা খুশী তাই বলবে? কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছি।

ইতি মধ্যেই তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে বঙ্গ রাজনীতিতে হুলস্থূল পড়েছে। বিজেপিকে ‘নারী বিদ্বেষী’ বলে দেগে দিতে মরিয়া তৃণমূল। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কমিশনও দিলীপ ঘোষকে শোকজ নোটিস পাঠিয়েছে।মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপ ঘোষকে শোকজ করে নোটিস পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে লেখা হয়েছে, ‘মাননীয় দিলীপ ঘোষ, আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অসংসদীয়। বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না। আপনার বক্তব্যের তীব্র নিন্দা করছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের ব্যাখ্যা দিন।’তারপরই নিজের সুর কিছুটা নরম করলেন একদা রাজ্য বিজেপির সভাপতি তথা বিজেপির বর্ধমান দুর্গাপুর আসনের ভোট প্রার্থী দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *