১লা মে বঙ্গ গৌরব উৎসব ২০২২ আয়োজনে বলো কলকাতা

SATYAM NEWS

বলো কলকাতা নিউস মিডিয়া পরিবার আয়োজিত “বঙ্গ গৌরব উৎসব – ২০২২” অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হতে পেরে সত্যম নিউস মিডিয়ার প্রত্যেকে আনন্দিত ও আপ্লুত

আগামী ১লা মে এই বৃহৎ কর্মকান্ডের সাথে যুক্ত থাকবে আমাদের টীম সত্যম

আমাদের সকল দর্শকদের জন্য থাকছে অনেক আকর্ষণ ও এক ঝাঁক তারকা !

বিশিষ্ট অতিথিবৃন্দের তালিকা –

🔹মুখ্য অতিথি🔹
মদন মিত্র
(বিধায়ক কামারহাটি বিধানসভা, কলকাতা)
রূপঙ্কর বাগচি
(রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত সঙ্গীত শিল্পী ও বিশিষ্ট অভিনেতা)
সাহেব চ্যাটার্জী
(বিশিষ্ট অভিনেতা ও সঙ্গীত শিল্পী)

🔹অতিথি🔹
চন্দন সেন
(বিশিষ্ট অভিনেতা)
সান্তনা বোস
(বিশিষ্ট অভিনেত্রী)
পৃথ্বীরাজ সেন
(ওয়ার্ল্ড গিনেস বুক রেকর্ড জয়ী, বিশিষ্ট লেখক ও স্বনামধন্য সাহিত্যিক)
রাহুল বর্মন
(বিশিষ্ট অভিনেতা)
প্রত্যুষ ঘোষ
(মেট্রোরেলের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সঙ্গীত শিল্পী মেট্রো ম্যান অফ কলকাতা)
অরুণ চক্রবর্তী
(বিশিষ্ট অভিনেতা)
পন্ডিত মল্লার ঘোষ
(তালবাদ্য শিল্পী ও সুরকার)
মল্লিকা ঘোষ
(কবি, বাচিক শিল্পী ও অভিনেত্রী)
তমাল রায়চৌধুরী
(বিশিষ্ট অভিনেতা)
দেবাশীষ গাঙ্গুলি
(বিশিষ্ট অভিনেতা)
সঞ্জীব সরকার
(বিশিষ্ট অভিনেতা)
সত্যম মজুমদার
(বিশিষ্ট অভিনেতা)
ঋতব্রত মুখোপাধ্যায়
(অভিনেতা)
শক্তি কাপুর-জুনিয়র
(কমেডি অ্যাক্টর-মুম্বাই)
জয় গাঙ্গুলী
(অভিনেতা)
অভিজিৎ ঘোষ
(ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্ট)
মহম্মদ সহিদুল লস্কর
(বিশিষ্ট সমাজসেবী)
জালালুদ্দিন গাজী
(বিশিষ্ট সমাজসেবী)
শ্রীলেখা রায়
(ভারতীয় মহিলা ক্রিকেটার)
অরিন্দম গুইন
(বিধায়ক চাঁপদানি বিধানসভা,হুগলী)
রামনিবাস মিশ্র
(ভারতীয় বায়ু সৈনিক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী)
মৌ গঙ্গোপাধ্যায়
(দূরদর্শন ও আকাশবাণীর বিশিষ্ট সঙ্গীত শিল্পী)
আর. জে. সম্রাট
(রেডিও জকি)
সৌরায়ন ঘোষ
(বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার)
সুপ্রিয় সুর
(প্রাইভেট ডিটেকটিভ)
সুরবিন্দর সিং
(বিশিষ্ট সঙ্গীত শিল্পী)
দেবজিৎ স্যার
(দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড কলকাতা ও ‘বলো কলকাতা’-র চিফ প্যাট্রন)
রিতা দাস
(চেয়ারম্যান কৃষ্ণনগর পৌরসভা)
নরেশ দাস
(ভাইস চেয়ারম্যান কৃষ্ণনগর পৌরসভা)
শিশির কর্মকার
(বিশিষ্ট সমাজসেবী ও কৃষ্ণনগর শহর সভাপতি)
অসিম সাহা
(বিশিষ্ট সমাজসেবী ও কাউন্সিলর কৃষ্ণনগর পৌরসভা)
অসিত সাহা
(বিশিষ্ট সমাজসেবী ও কাউন্সিলর কৃষ্ণনগর পৌরসভা)
তারকেশ্বর চক্রবর্তী
(বিশিষ্ট সমাজসেবী কলকাতা ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও ১১ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান)
অরিজিৎ দাস ঠাকুর
(সমাজসেবী ও কলকাতা ১০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর)
শ্রী গোবিন্দ আচার্য
(বিশিষ্ট জ্যোতিষী ও তন্ত্রবিশারদ)
দেবদীপ গাঙ্গুলি
(বিশিষ্ট সমাজসেবী)
ডঃ কৌশিক সেঠ
(বিশিষ্ট সমাজসেবী ও অল ইন্ডিয়া কাউন্সিল অফ হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস-এর সর্ব ভারতীয় সহ-সভাপতি)
পিঙ্কি ঘোষ
(অতিথি সঙ্গীত শিল্পী)
অর্পিতা বিশ্বাস
(অতিথি সঙ্গীত শিল্পী)
জয়ন্ত চক্রবর্তী
(বিশিষ্ট কবি)
এস আনন্দ
(অতিথি সঙ্গীত শিল্পী)
রুবি দত্ত
(রূপচর্চা বিশেষজ্ঞ)
মঞ্জু বিশ্বাস
(রূপচর্চা বিশেষজ্ঞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *