নিম্ন দামোদরে বন্যার আশাঙ্কা – উদ্বিগ্ন প্রশাসন
এবার দক্ষিণবঙ্গে জুন মাসে কোনো বৃষ্টি হয় নি। জুলাইয়ের শেষে এসে শুরু হয় শ্রাবণের ধারা। আর গত ৩/৪ দিন ধরে চলেছে ক্রমান্বয়ে বৃষ্টি। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের নদী উপকূলবর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এরই মধ্যে ডিভিসি ছাড়া শুরু করেছে জল। ডিভিসি সূত্রে খবর, শনিবার নতুন করে ১ লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি রেগুলেটরি কমিটি। আর তাতেই আশঙ্কা করা হচ্ছে দামোদরের নিম্নতীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে। তার আগেই পর্যায়ক্রম ডিভিসি জল ছেড়েছে অনেক। তার জন্য উপকূলবর্তী এলাকার বহু পরিবার ঘর ছাড়া হয়েছে। শনিবার থেকে নতুন করে জল ছাড়ায় আশাঙ্কার প্রহর গুনছে পূর্ব বর্ধমানের একাধিক ব্লকের মানুষ।
এই শঙ্কা থেকেই নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক করতেই মাইকিং করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মাইকিং করে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি, যাঁদের বাড়ি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। একই সঙ্গে গবাদি পশু ও মৎস্যজীবীদের নৌকা নিরাপদস্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দামোদর তীরবর্তী খণ্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লক জুড়ে শুরু হয়েছে মাইকিং।
ডিভিসি জল ছাড়লে বিপদ বাড়তে পারে, এই আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে নিম্ন দামোদর তীরবর্তী অঞ্চলের মানুষজন। এমনিতেই এখন উত্তাল দামোদর। তারমধ্যে এই অতিরিক্ত জলের বোঝা বহন করার ক্ষমতা দামোদরের নেই। প্রশাসনের সাহায্যে দ্রুত উপকুলের মানুষেরা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। নবান্নে খোলা হয়েছে বিশেষ হেল্প লাইন। #Damodarriver #damodarvalleycorporation #bengals #flood