নকল টাকার বান্ডিল হাতে ধরিয়ে মহিলার দেহের সোনার লুঠ করলো প্রতারকরা
ক্যানিং : দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং বাজারেতে দুষ্কৃতিদের তান্ডব অব্যাহত।মঙ্গলবার সকালে নকল টাকার বান্ডিল এক মহিলার হাতে ধরিয়ে দেয় কয়েকজন যুবক। এরপর ওই মহিলার দেহ থেকে জোর পূর্বক সোনার গহণা খুলে নিয়ে চম্পট দেয় প্রতারকরা। ক্যানিং বাজারেতে প্রকাশ্যে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে প্রতারিত মহিলা কে জিঞ্জাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। যদিও এলাকায় তল্লাশি অভিযান শুরু করলেও এখনও অবধি প্রতারকদের খুঁজে পায়নি পুলিশ। জানা গিয়েছে বাসন্তী থানার সোনাখালি বাসিন্দা মাধবী মন্ডল।আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সোমবার চাম্পাহাটি তে ।মঙ্গলবার সকালে আত্মীয়র বাড়ি থেকে মাধবী মন্ডল গ্রামের বাড়িতে ফিরছিলেন। মঙ্গলবার সকালে ট্রেন থেকে নেমে ক্যানিং বাজারে আসছিলেন অটো ধরার জন্য। সেই সময় দুজন প্রতারক মহিলার সাথে ভাব জমিয়ে জোর পূর্বক ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে জোর পূর্বক একটি টাকার বান্ডিল মহিলার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় প্রতারকরা। পরে জোর পূর্বক মহিলার হাত ও কান থেকে সোনা খুলে নেয়।এরপর চম্পট দেয় প্রতারকরা।মাধবী দেবী বলেন‘সেই সময় ভয়ে কাউকে কিছু না বলে টাকার বান্ডিল টি খুলে দেখি।বান্ডিলে পাওয়া যায় একটি মাত্র কুড়ি টাকার নোট এবং ভাঁজ করা কাগজ।প্রতারিত হয়েছি বুঝতে পেরেই ।স্থানীয় লোকজনদের কে ঘটনার খবর জানাই।তাঁরা ক্যানিং থানার পুলিশের কাছে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।