নজরুল মঞ্চের ঘটনার পর বাতিল নেতাজী ইন্ডোরে জুবিন নওটিয়ালের শো
মঙ্গলবারে রাতের দুর্ঘটনা বা অঘটনের কথা এখনও ভুলতে পারছে না বাংলা সহ সারা দেশ। গায়ক কে কের মৃত্যুর পরেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাতিল করা হল নজরুল মঞ্চের সমস্ত অনুষ্ঠান। বৃহস্পতিবার আরও বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের শো বাতিল করা হল।
৭ জুন নেতাজী ইন্ডোরে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট হওয়ার কথা ছিল। সেখানে গান গাইতে আসার কথা ছিল আরও এক বিখ্যাত বলিউড সেনসেশন জুবিন নওটিয়ালের । কিন্তু বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর জানিয়ে দিয়েছে নেতাজী ইন্ডোরে ওই শো বাতিল করা হচ্ছে৷
সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট ৭ এবং ৮ জুন। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭-১০ জুন উচ্চশিক্ষা দফতর নেতাজী ইন্ডোর নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের বুকিং বাতিল করা হয়েছে।
যদিও রাজনৈতিক মহলের ধারণা,নজরুল মঞ্চের ঘটনায় অভিযোগ উঠেছে প্রশাসন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই মুহূর্তে আর কোনো রিস্ক নিতে না চেয়েই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার