‘লক্ষীর ভান্ডার’ ও ‘কন্যাশ্রী’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করে সোজা ব্যাটে রাজনীতির ময়দানে ইউসুফ
লক্ষীর ভান্ডার ও কন্যাশ্রী প্রকল্পের ভূয়সী প্রশংসা করে সোজা ব্যাটে রাজনীতির ময়দানে ইউসুফ
এবারের লোকসভা নির্বাচনে বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল৷ ভোট প্রচারে বেরিয়ে এবার মহিলাদের উন্নতিকল্পে রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করলেন তিনি। বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষীর ভান্ডার’-এর মতো প্রকল্প মহিলাদের ‘ইজ্জত’ বাড়িয়েছে। ‘কন্যাশ্রী’র মতো প্রকল্পে উপকৃত হচ্ছেন প্রান্তিক পরিবারের মহিলা সদস্যরা। দলের মহিলা কর্মীদের সঙ্গে আলাদা বৈঠকও করেন ইউসুফ। সেখানে লোকসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য তিনি দলের ‘মা-বোনদের দুয়া’ চান।
মঙ্গলবার তৃণমূলের বহরমপুর লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী পাঠান প্রচারে বেরিয়ে মহিলা কর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যে সব প্রকল্প রূপায়ণ করেছেন, তার প্রশংসা করেন। দুপুরে বেলডাঙা পুরসভার কমিউনিটি হলে দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মহিলা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক এবং পরে কর্মিসভা করেন তিনি। সেখানে পাঠান বলেন, ‘আমি বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। কিন্তু এখানে আমি আজ আপনাদের ভাই হয়ে এসেছি। অত্যন্ত গর্বের বিষয় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এক জন মহিলা। আর আজকের সভায় উপস্থিত মহিলাকর্মীদের কাছে আমি দুয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি।’
এর পর রাজ্য সরকারের প্রকল্পের ভূয়সী প্রশংসা করে পাঠান বলেন, ‘আমি আপনাদের সকলের মূল্যবান ভোট চাইতে এসেছি। যাতে মমতা ব্যানার্জির সরকারের হয়ে ভবিষ্যতে আরও ভাল কাজ করতে পারি। আপনাদের জন্য মুখ্যমন্ত্রী ‘লক্ষীর ভান্ডার’, ‘কন্যাশ্রী’র মতো প্রকল্প দিয়েছেন। ‘লক্ষীর ভান্ডার’ আপনাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। শিক্ষার সুযোগ দিয়েছে কন্যাশ্রী। তাই আপনারা মুখ্যমন্ত্রীর জন্যই আমাকে ভোট দেবেন।’ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখানকার সমস্ত মায়ের ‘দুয়া’ আমার সঙ্গে থাকলে ভোটে কেউ আমায় পরাস্ত করতে পারবে না। তৃণমূল সরকার যে প্রকল্পগুলো চালু করেছে, সেগুলো যাতে আরও ভাল ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করব। পাশাপাশি মহিলারা যাতে ‘কন্যাশ্রী’ এবং ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতো প্রকল্পের সুবিধা বেশি করে পান তার চেষ্টাও করব।’