১০ সেপ্টেম্বর ট্রাম্প-কমলা মুখোমুখি

SATYAM NEWS
বহু দিনের প্রতীক্ষিত সেই দিন আসছে সামনে ১০ সেপ্টেম্বর। আমেরিকার দুজনেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী। অনেক দিন আগেই ঠিক হয়েছিল এই দুজনকে মুখোমুখি বসানো হবে কোনো বিতর্কে। কিন্তু কমলা প্রথম থেকে রাজি থাকলেও ট্রাম্পকে রাজি করানো যাচ্ছিলো না। অবশেষে দু’পক্ষকেই রাজি করাতে সম্মত হয়েছে একটি প্রখ্যাত হাউস মিডিয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্প-কমলার মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক জনমত জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কমলার সঙ্গে আরও দুটি বিতর্কে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান ট্রাম্প। সকলেই প্রায় মুখিয়ে আছে ওই বিতর্কের জন্য।
এবার প্রেসিডেন্ট নির্বাচন হবে হাড্ডাহাড্ডি – এমন ধারণা রাজনৈতিক মহলের। ট্রাম্প রাজি হওয়ার’ পর ১০ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন কমলা হ্যারিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এ কথা জানান তিনি। ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমলা। এসময় ট্রাম্পের সঙ্গে আরও বিতর্কে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান তিনি। এই কর্মকর্তা বলেন, ট্রাম্পের সঙ্গে ভবিষ্যৎ বিতর্কের বিষয়টি ১০ সেপ্টেম্বরের বিতর্কে সাবেক এই প্রেসিডেন্টের অংশগ্রহণের ওপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *