মন্ত্রীর নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ।
আজ বৃহস্পতিবার 21শে এপ্রিল ত্রিপুরা রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কে বদনাম করার জন্য একটি চক্র একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে বার্তা পাঠায়। 8368248113 হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পাঠানো বার্তায় জনৈক ব্যক্তি কে অ্যামাজন পে তে গিফট কার্ড এর মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। ওই বার্তায় বলা হয় মন্ত্রী নাকি কোন মিটিংয়ে ব্যস্ত আছেন। মন্ত্রী আজ ছুটির দিনে তাঁর সরকারি আবাসনে ছিলেন। দুপুর তিনটে নাগাদ ঘটনাটি মন্ত্রীর নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি সমস্ত ব্যাপারটি থানাতে জানিয়ে অভিযোগ জানাতে বলেন। বেলা সাড়ে তিনটে নাগাদ মন্ত্রীর পক্ষ থেকে রাধাকিশোরপুর থানার ভারপ্রাপ্ত কার্যকারকের হাতে অভিযোগ পত্র তুলে দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয় মন্ত্রী এ ধরনের কোন নাম্বার ব্যবহার করেন না। সমস্ত ব্যাপারটি ভুয়া এবং মন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটি ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত। তিনি এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। উল্লেখ্য এর আগেও রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর নামে এরকমই একাউন্ট খুলে তাঁদেরকেও কালিমালিপ্ত করার অপচেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটি এবং রাধাকিশোরপুর মণ্ডল কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে।