জলপাইগুড়ি সহ রাজ্যের সমস্ত হসপিটাল এবং বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী গ্রহণ বাধ্যতামূলক
জলপাইগুড়ি সহ রাজ্যের সমস্ত হসপিটাল এবং বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী এবং সুস্বাস্থ্য বিষয়ে জরুরি বৈঠক করা হয় জলপাইগুড়ি ডিআরডিসি হল রুমে। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন নার্সিংহোমে এবং হসপিটাল গুলির সুস্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সাথী কার্ড এর গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা সভা করা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপার্সন জাস্টিস অসীম কুমার ব্যানার্জি সহ অন্যান্য সদস্য সহ রাজ্য ও জেলার স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন হাসপাতালের পদাধিকারী ও চিকিৎসকরা।
এই দুটি বিষয় ছাড়াও সমস্ত হসপিটাল এর মেডিসিন বিল , হাসপাতালের বিল নিয়ে আলোচনা করা হয় এবং যদি কোন নার্সিংহোম বা হসপিটাল বেশি টাকার দাবিতে মৃতদেহ আটকে রাখে সে ক্ষেত্রে তারা বড় ধরনের অপরাধ করছে বলে জানান কমিশনের চেয়ারপার্সন জাস্টিস অসীম কুমার ব্যানার্জি এবং তিনি আরো বলেন যদি এরকম ঘটনা কোথায় ঘটে এবং তার বিরুদ্ধে যদি কমপ্লেন করা হয় তার সাপেক্ষে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।